আমি উন্ডসর ইউনির জন্য এপ্লাই করেছিলাম কিন্তু ওরা এখন পর্যন্ত আমার এপ্লিকেশন ঝুলিয়ে রেখেছে। এদিকে আমি মেমোরিয়াল ইউনি থেকে ফান্ডিং সহ অফার পাওয়ায় উইন্ডসর নিয়ে আর চেষ্টা করিনি। যতটুকু অভিজ্ঞতা হয়েছে তাতে বলতে পারি, উইন্ডসর ইউনির বাংলাদেশি এজেন্ট CUAC ছাড়া নিজে নিজে এপ্লাই করলে আপনি ওদের এক্সেপ্টেন্স পাবেন না।rizwanhamid said:Hi !! Bro, Nice to know that you have got admission in these universities. Im also going to apply in Windsor and Lakehead University for the MBA.. For Windsor, i came to know that they can give admission even if your GPA is low but i want to ask that is this the case in the LakeHead also.. Im waiting for my results and im not sure whether I will get good GPA or not .. But it will be around (2.70 - 3) out of 4 .. Kindly please let me know about this. and also please let me know how many days it took for the admission process.. I will really appreciate if you can provide me info about these things.. Thanks
অন্যদিকে লেকহেড ইউনিতে ওদের ফান্ডিয়ের সঙ্কট চলছে, আমাকে ফান্ড দেবার কথা বলেও পরে আর দেয়নি। তবে লেকহেড উইনিতে চান্স পাওয়া তুলনামূলকভাবে সহজ। কারন, আমি ডিসেম্বর মাসে এপ্লাই করে, জানুয়ারী মাসের শেষ সপ্তাহেই এক্সেপ্টেন্স পেয়ে গেছি।
সব ভার্সিটিই মিনিমাম CGPA 3.0 ওপরে চায়। এর নিচে রেজাল্ট হলে চান্স পাওয়া মুশকিল হবে। সাথে লাগবে IELTS 6.5 মিনিমাম। ভার্সিটিতে পেপারস্ জমা দেয়ার পর থেকে এক্সেপ্টেন্স লেটার হাতে পাওয়া পর্যন্ত সাধারনত ৪ মাস সময় লাগে।