quick_sand said:
Dear brothers and sisters, I am planning to land in Toronto in coming May with my family. I would request you to suggest what are things we should bring from Bangladesh. Specially clothing and shoes. I have a one year old kid also. So please recommend.
Here is my loooooong post for you and others to prepare yourself to move to Canada
কানাডাতে শীতকাল শেষের দিকে...সপ্তাহ খানেকের মধ্যেই শীত শেষ হবার আশা করা হচ্ছে, যদিও এখানে ৩ তা জিনিসের কোন বিশ্বাস নাই...here everyone says 3 Ws...Work/Weather/Woman...তো যারা ইতিমধ্যে ভিসা পেয়ে গিয়েছেন এবং যাদের ভিসা আসি আসি করছে তারা নিশ্চই সামারে চলে আসার পরিকল্পনা করছেন...তাদের জন্য আমার কানাডা আসার প্রস্ততি থেকে শুরু করে গত ৬ মাসের অভিজ্ঞতা থেকে কিছু টিপস দেই...মানা না-মানা আপনাদের ব্যপার...আমার একটু পাকনামি করতে ইচ্ছা করল...টিপস গুলো সম্পুর্ন আমার ব্যাক্তিগত অভিগ্যতা থেকে দেয়া এবং সবকিছু Scarborough শহর কে কেন্দ্র করে কারন আমি থাকি এখানে
Preparation:
- আসার আগে কোন ভাল হাসপাতাল থেকে full health check up করিয়ে আসতে পারলে খুব ভাল হয় কারন আল্লাহ না করুক health card [OHIP] পাবার আগে রোগ বালাই কিছু বাধালে খবর আছে...আর health card পেতে সময় লাগবে কানাডায় যেদিন পৌছাবেন সেদিন থেকে ঠিক ৩ মাস......তারমানে অন্তত ৩ মাস আপাকে নাক-মুখ বন্ধ করে খিছ মেরে সুস্থ থাকতে হবে......আর health card পাবার পরে যা খুশি রোগ বাধান, কোন চিন্তা নাই......- সাথে করে কিছু common ঔষধ [যেমন, ওরস্যলাইন, নাপা, প্যরাসিটামল, অমিপ্রাজল, নিউবাক্রিন] আনলে খুব ভাল
- যারা চশমা পরেন তারা চোখ দেখিয়ে ৪/৫ জোড়া নতুন চশমা নিয়ে আসবেন...আর যাদের আমার মত চশমা ভাঙ্গার অভ্যাস আছে তারা ৮/১০ জোড়া আনবেন......যাদের আমার মত চশমা ছাড়া চলেই না সোজা বাংলায়, কানা টাইপ, তারা ফোটোসান অথবা কালার গ্লাস আনবেন...কারন এখানে অনেক glare হয়
- দাত পরিস্কার [scaling] করিয়ে আইসেন...health card দিয়ে চোখ আর দাতের কিছু করতে পারবেন না...চোখ আর দাতের ব্যপার গুলো কোন এক অজানা কারনে এখানে রোগ বালাই এর বাইরে রেখেছে
- লাগেজ প্যাক করার সময় carry on ব্যাগ আগে ভরবেন কারন অন্য লাগেজ এর weight limit আছে [২৩-৩০ কেজি]...carry on লাগেজ এর weight limit [৭ কেজি] থাকলেও সেটা নিয়ে কেউ খুব বেশি মাথা ঘামায় না...trolly bag এর থেকে বড় back pack আনতে পারলে ভাল কারন back pack এ জিনিস বেশি আটে...অনায়াসে ১৫-১৮ কেজি ভরে ফেলতে পারবেন
Money and Docs:
-যারা permanently চলে আসার চিন্তা করছেন তারা যত বেশি সম্ভব টাকা পয়সা নিয়ে আইসেন...দরকার হলে সোনালী ব্যাংক থেকে লোন নিয়েন...পেপারে যে পরিমান টাকা দেখিয়েছেন তার বেশি আনতে পারবেন না এমন না...canadian immigration শুধু জিজ্ঞেস করবে কত টাকা এনেছেন [CAD/USD]......আর শুরুর কয়েক মাস কাজকর্ম পাবার আগ পর্যন্ত বেশ কিছু টাকা আপনাকে খরচ করতে হবে to settle down
- USD খুব বেশি আনার কোন প্রয়োজন দেখিনা...সর্বনিম্ন যতটুকু আনা সম্ভব বাকিটা সব CAD
- শিক্ষাগত যোগ্যতার সকল সার্টিফিকেট এর মুল কপি সাথে ৫/৬ সেট ফটোকপি আনবেন...সম্ভব হলে শিক্ষা প্রতিষ্ঠান থেকে সত্যায়িত কপি আনবেন।
- যারা multinational company-তে কাজ করতেন তারা সেই company-র reference letter আনতে পারলে ভাল...resume-তে job experience হিসেবে কাজে লাগতে পারে
- যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তারা অতি অবশ্যই সেটা সাথে আনবেন in international format[ভুলেও ২ নাম্বারি কিছু করতে যাবেন না]...যদিও সরাসরি কোন কাজে দিবে না কিন্ত এখানে লাইসেন্স পেতে অনেক সাহায্য করবে...
- ১০/১২ কপি পাসপোর্ট সাইজ এর ছবি সাথে করে আনলে ভাল
- application form থেকে শুরু করে সকল কানাডিয়ান কাগজ সাথে থাকলে ভাল...বলাতো যায়না কখন কোনটা কাজে লাগে
- বিবাহিত ভাই ও বোনেরা তাদের বিবাহ বিষয়ক সকল কাগজ সাথে আনবেন
Cloth and shoes:
- বেশি করে মোজা [সুতি ও উলের] ও under garments [বিশেষ করে মহিলাদের] নিয়ে আসবেন...এগুলো এখানে ১টু দামি
- হাফ হাতা বা ফুল হাতা শার্ট এর থেকে হাফ হাতা ফুল হাতা গেঞ্জি বেশি আনলে ভাল কারন এখানে পার্টি বা কর্পোরেট অফিস ছাড়া শার্ট খুব বেশি কেউ পরে না
- সুতি ও উলের ট্রাউজার আনতে পারেন যেটা ঘরে বাইরে সব যায়গাতে আপনার কাজে দিবে...আর যাদের অভ্যাস আছে তাদের জন্য সামারে সর্টস বা থ্রি কোয়ার্টার must...আর যাদের লুঙ্গি পরার অভ্যাস তারা সেই অভ্যাস ত্যাগ করা শুরু করে দেন
- ফরমাল প্যান্ট এর থেকে জিন্স আর গ্যভারডিন বেশি আনার চেষ্টা করবেন...এখানে ঐ পার্টি আর কর্পোরেট অফিস ছাড়া ফরমাল প্যান্ট খুব বেশি কেউ পরে না...আর শীতের সময় তো প্রশ্নই উঠে না
- শীতের জন্য উলের বা মোটা ইনার অত্যাবশ্যক
- অনেকে ভাবছেন বঙ্গ বাজার থেকে মোটা শীতের কাপর আনবেন...ভুলে যান......কোন কাজে আসবে না...মোটা শীতের কাপড় আপনাকে এখান থেকেই কিনতে হবে...ঢাকায় যেগুলোকে আমরা শীতের কাপড় বলি সেগুলোকে এখানে বসন্তের কাপড় বলে......বুঝতেই পারছেন অবস্থা
- ব্লেজার/সুট/কোট খুব বেশি আনার প্রয়োজন নাই...কারন আগে ২বার বলেছি......এই সকল ফরমাল জিনিস ২/৩ জোড়াই অনেক বেশি
- অনেকেই পাঞ্জাবি আনার কথা চিন্তা করছেন...আন্তে পারেন...কিন্ত বিশ্বাস করেন ভাই, ২ ঈদ আর সামারে কোন ফ্যামিলি পার্টি ছাড়া পাঞ্জাবি পরবেন না...সেই হিসেবেই আনবেন
- মাংকি ক্যাপ/ডাকাত ক্যাপ/মাফ্লার/হাত মোজা এগুলো আনতে ভুলবেন না
- ফরমাল জুতা, কেডস এর পাশাপাশি মোটা ভারি জুতা আনতে পারলে খুব ভালো হয়...শীতে কাজে দিবে......সেই সাথে ঘরে পরার স্লিপার আর স্যান্ডাল শু
- ভাবি এবং আপুরা...জিন্স, শার্ট, টি-শার্ট পরার অভ্যাস শুরু করে দিন...পার্টি ছাড়া সালোয়ার-কামিজ, শাড়ি পরার সুযোগ খুব বেশি পাবেন না......শীতের সময় ত প্রশ্নই উঠে না......সেই সাথে জুতা ও কেডস পরারও অভ্যাস করতে পারেন
- ল্যাপটপ/ট্যাব জাতীয় পার্সনাল জিনিস সাথে আনাটাই বুদ্ধিমানের কাজ...সেই সাথে যারা স্মার্ট ফোন ব্যবহার করেন তারা সেটা সাথে নিয়ে আসলে বেশ কিছু টাকা বাচাতে পারবেন
- যারা আমার মত মসলাদার খাবার পছন্দ করেন তারা কিছু দেশি মসলা [হলুদ, মরিচ, ধনিয়া, জিড়া] সাথে করে নিয়া আসতে পারলে ভাল...অনেকেই দেশি ঘি আনার কথা চিন্তা করছেন...অবশ্যই আনবেন এবং আমার বাসায় পৌছানর ব্যবস্থা করবেন কিন্ত immigration-এ declair করার কোন প্রয়োজন নেই কারন কোন প্রকার dairy food product আনা নিষেধ
- সম্ভব হলে বিভিন্ন সাইজ এর ২/৩ পিস non-sticky frying pans নিয়ে আসবেন...এখানে এধরনের জিনিস অনেক উন্নত মান সম্পন্ন হওয়াতে দামটাও একটু বেশি...sale এর সময় অবশ্য পানি না হলেও শরবতের দামে পাওয়া যায়
- অনেকের সুচিবায়ু আছে যে রাতে ঘুমানোর সময় বিছানা না ঝেরে ঘুমাতে পারেন না...তাদের জন্য বিছানার ঝাড়ু অতি আবশ্যিক...যদিও এখানে ধুলা-বালুর কোন বালাই নেই...সাদা শার্ট বা গেঞ্জি টানা ৪/৫ দিন ধরে পরতে পারবেন...ঘামের গন্ধও হবে না...কলারে ময়লাও জমবে না
- প্রতিদিন ভাতের সাথে ডাল খাওয়ার অভ্যাস যাদের তাদের জন্য 'ডাল ঘুটনি' অত্যাবশ্যকিয় জিনিস......এক্ষেত্রে ভাইদেরকে একটা দুঃসংবাদ দেই [ভাবিদের জন্য সুসংবাদ]......ভাইয়েরা আমার, রান্না শেখা শুরু করে দিন
- ভাবি বা বোনেরা যারা 'বোটি' ছাড়া কাটা-কুটি করতে পারেন না তারা অবশ্যই সাথে করে 'বোটি' আনবেন......সেই সাথে ছুড়ি ও chopping board ব্যবহার করার অভ্যাস করেন
After arriving:
নতুন দেশে এসে ঘোরাঘুরি করতে কার না মন চায়...সেই সাথে যদি কোন আত্মিয় বা পরিচিত কেউ থেকে থাকে তাহলে তো কথাই নাই...ঘোরাঘুরি করতে করতেই মাস কাবার.....নায়াগ্রা ফলস, সেন্টার আইল্যন্ড, থাউসেন্ড আইল্যন্ড, সিএন টাওয়ার কত কিছুই না আছে দেখার......ভাইরে এগুলো কোথাও যাচ্ছে না...একবার যখন চলে আসবেন, এগুলো দেখার অনেক সুযোগ পাবেন......কিন্ত ঘোরাঘুরির পাশাপাশি কিছু কাজ যদি এগিয়ে রাখেন তাহলে ক্ষতি তো নেই...
- আসার সাথে সাথে ১টা ব্যাংক একাউন্ট খুলে ফেলবেন......সব টাকা দিয়ে না...যত কম টাকা দিয়ে সম্ভব...কারন এখানে ব্যাংকে টাকা রাখলে টাকা আসে না, বরং টাকা যায়...interest rate একেবারেই কম, সেই সাথে ট্যাক্স দিতে হয়...পারলে ২টা একাউন্ট খুলবেন, visa ও master card দু'টা credit card এর জন্য...এখানে credit card এর অনেক সুবিধা...আর এখানে ক্যাশ টাকা কেউ খুব বেশি ব্যবহার করে না......সেই সাথে USD account-ও করে ফেলতে পারেন
- আত্মিয় স্বজনের বাসায় খুব বেশিদিন থাকার কোন প্রয়োজন নেই...কারন এখানে সবাই ব্যাস্ত...অবশ্যই টাকার জন্য...তাই দ্রুত বাসা ভাড়া করে ফেলতে হবে...যারা একটু বেশি মালদার তারা Toronto downtown থাকতে পারেন [সিঙ্গেল বেড্রুম এপার্ট্মেন্টঃ ১১০০-১৪০০ ডলার]...আমি থাকি Scarborough...এখনকার এপার্ট্মেন্ট ভাড়া, সিঙ্গেল বেড্রুমঃ ৯০০-১১০০......যারা বাঙ্গালিদের আশে পাশে থাকতে চান তাদের জন্য Danforth and Victoria park নামক এলাকা...আর অন্যান্যদের জন্য যেসব এলাকায় কাউলা, শ্রিলঙ্কান, পাকু [markham, ellesemere, orton park, lawrence, midland এসব এলাকার কিছু যায়গা] থাকে সেগুল বাদ দিয়ে অন্য যেকোন এলাকা...উপরল্লিখিত জনগষ্ঠিকে সব যায়গাতেই পাওয়া যায় কিন্ত যতটা সম্ভব দুরত্ব বজায় রাখা আর কি......সবচে ভাল যেকোন বড় রাস্তার intersection এবং grocery shop এর আশেপাশে থাকা......বাস নিয়ে চিন্তিত হবার কিছু নাই...বাস সার্ভিস খুব ভাল...এবং কিছুদূর পর পর-ই বাস স্টপ পাওয়া যায়...যেকোন RT station অথবা subway station এর কাছাকাছি [Victoria park station, kennedy station etc] থাকতে পারলে আরও ভাল...- কম ভাড়ায় বেইজমেন্ট এপার্ট্মেন্ট ভাড়া পাবেন...সেখানেও থাকতে পারেন, কিন্ত যাদের ছানা-পোনা আছে তাদের বেইজমেন্ট এপার্ট্মেন্টে না থাকাটাই ভাল
- যাদের ছানাপোনা আছে...বাসা নেবার সাথে সাথেই বাসার আশেপাশের কোন স্কুলে ভর্তি করিয়ে দিতে হবে.
-health card এর জন্য apply করে ফেলতে হবে...apply যখনি করেন না কেন এটা পাবেন কানাডায় যেদিন পা দিয়েছেন তার ঠিক ৩ মাস পর
- verification এর জন্য বাংলাদেশ হাইকমিশনে ড্রাইভিং লাইসেন্স পাঠাতে হবে...মনে রাখবেন লাইসেন্স এর বয়স অন্তত ২ বছর হতে হবে...এখানে গাড়ি কোন সৌখিনতা নয়...প্রয়োজন
- YMCA, ACCES এর মত govt. organization খুজে বের করতে হবে যারা new comer দের জন্য কাজ করে...এদের কাছে অনেক রকম সাহায্য পাবেন...সবচে বড় সাহায্য আমার কাছে যেটা মনে হয়েছে তা হল ফ্রিতে বাসার জন্য ছোটখাট কিছু ফার্নিচার আর ম্যট্রেস...১টা queen size ম্যট্রেস এর দাম এখানে ৪৫০-৬০০ টাকা...সেটা যদি আপনি ফ্রি পান কেন নিবেন না?