+1(514) 937-9445 or Toll-free (Canada & US) +1 (888) 947-9445
ekarus said:
আসসালামুয়-আলাইকুম...
ভাইজানেরা সকল কেমন আছেন? অনেকদিন পরে আসলাম...অনেককেই ভিসা পেয়ে উতফুল্ল দেখা যাচ্ছে, আবার অনেকে এখনও হতাশ......আশা-হতাশা সব কিছু নিয়েই আমাদের জীবন...অনেকেই কানাডা এসেও পরিস্থিতি দেখে হতাশ হয়েছে......তো বেশি আশা করারও কিছু নাই আবার বেশি হতাশ হবারও কিছু নাই...কবি বলেছেন, নদীর এইপার কহে ছাড়িয়া নিশ্বাস, ঐ পাড়েতে সর্ব সুখ আমার বিশ্বাস......দেশে থেকে আমরা অনেক রকম পরিকল্পনা করি, স্বপ্ন দেখি...খুব বেশি পরিকল্পনা করা আর স্বপ্ন দেখার কিছু নাই......কারন পরিস্থিতি এখানে অতটা অনুকুল নয় যতটা আমরা মনে করি......যাই হোক, ভাল-খারাপ সবই আছে, ভয় কম দেখাই... :P...এম্নিতেই দেশের পরিস্থিতি অনেকটাই ভিতিকর...২ মহিলা চুলায় আগুন জ্বালাতে না পারলেও বাসে আগুন ভালই লাগাচ্ছে...

কানাডাতে শীতকাল শেষের দিকে...সপ্তাহ খানেকের মধ্যেই শীত শেষ হবার আশা করা হচ্ছে, যদিও এখানে ৩ তা জিনিসের কোন বিশ্বাস নাই...everyone says 3 Ws...Work/Weather/Woman...তো যারা ইতিমধ্যে ভিসা পেয়ে গিয়েছেন এবং যাদের ভিসা আসি আসি করছে তারা নিশ্চই সামারে চলে আসার পরিকল্পনা করছেন...তাদের জন্য আমার কানাডা আসার প্রস্ততি থেকে শুরু করে গত ৬ মাসের অভিজ্ঞতা থেকে কিছু টিপস দেই...মানা না-মানা আপনাদের ব্যপার...আমার একটু পাকনামি করতে ইচ্ছা করল...টিপস গুলো সম্পুর্ন আমার ব্যাক্তিগত অভিগ্যতা থেকে দেয়া এবং সবকিছু Scarborough, Toronto শহর কে কেন্দ্র করে কারন আমি থাকি এখানে

Preparation:

- আসার আগে কোন ভাল হাসপাতাল থেকে full health check up করিয়ে আসতে পারলে খুব ভাল হয় কারন আল্লাহ না করুক health card [OHIP] পাবার আগে রোগ বালাই কিছু বাধালে খবর আছে...আর health card পেতে সময় লাগবে কানাডায় যেদিন পৌছাবেন সেদিন থেকে ঠিক ৩ মাস......তারমানে অন্তত ৩ মাস আপাকে নাক-মুখ বন্ধ করে খিছ মেরে সুস্থ থাকতে হবে......আর health card পাবার পরে যা খুশি রোগ বাধান, কোন চিন্তা নাই......
- সাথে করে কিছু common ঔষধ [যেমন, ওরস্যলাইন, নাপা, প্যরাসিটামল, অমিপ্রাজল, নিউবাক্রিন] আনলে খুব ভাল
- যারা চশমা পরেন তারা চোখ দেখিয়ে ২/৩ জোড়া নতুন চশমা নিয়ে আসবেন...আর যাদের আমার মত চশমা ভাঙ্গার অভ্যাস আছে তারা ৫/৬ জোড়া আনবেন......যাদের আমার মত চশমা ছাড়া চলেই না সোজা বাংলায়, কানা টাইপ, তারা ফোটোসান অথবা কালার গ্লাস আনবেন...কারন এখানে অনেক glare হয়
- দাত পরিস্কার [scaling] করিয়ে আইসেন...health card দিয়ে চোখ আর দাতের কিছু করতে পারবেন না...চোখ আর দাতের ব্যপার গুলো কোন এক অজানা কারনে এখানে রোগ বালাই এর বাইরে রেখেছে
- লাগেজ প্যাক করার সময় carry on ব্যাগ আগে ভরবেন কারন অন্য লাগেজ এর weight limit আছে [২৩-৩০ কেজি]...carry on লাগেজ এর weight limit [৭ কেজি] থাকলেও সেটা নিয়ে কেউ খুব বেশি মাথা ঘামায়...trolly bag এর থেকে back pack আনতে পারলে ভাল কারন back pack এ জিনিস বেশি আটে...অনায়াসে ১৫-১৮ কেজি ভরে ফেলতে পারবেন

Money and Docs:

-যারা permanently চলে আসার চিন্তা করছেন তারা যত বেশি সম্ভব টাকা পয়সা নিয়ে আইসেন...দরকার হলে সোনালী ব্যাংক থেকে লোন নিয়েন... ;D...পেপারে যে পরিমান টাকা দেখিয়েছেন তার বেশি আনতে পারবেন না এমন না...canadian immigration শুধু জিজ্ঞেস করবে কত টাকা এনেছেন [CAD/USD]......আর শুরুর কয়েক মাস কাজকর্ম পাবার আগ পর্যন্ত বেশ কিছু টাকা আপনাকে খরচ করতে হবে to settle down
- USD খুব বেশি আনার কোন প্রয়োজন দেখিনা...সর্বনিম্ন যতটুকু আনা সম্ভব বাকিটা সব CAD
- শিক্ষাগত যোগ্যতার সকল সার্টিফিকেট এর মুল কপি সাথে ৫/৬ সেট ফটোকপি আনবেন...সম্ভব হলে শিক্ষা প্রতিষ্ঠান থেকে সত্যায়িত কপি আনবেন।
- যারা multinational company-তে কাজ করতেন তারা সেই company-র reference letter আনতে পারলে ভাল...resume-তে job experience হিসেবে কাজে লাগতে পারে
- যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তারা অতি অবশ্যই সেটা সাথে আনবেন in international format[ভুলেও ২ নাম্বারি কিছু করতে যাবেন না]...যদিও সরাসরি কোন কাজে দিবে না কিন্ত এখানে লাইসেন্স পেতে অনেক সাহায্য করবে...
- ১০/১২ কপি পাসপোর্ট সাইজ এর ছবি সাথে করে আনলে ভাল
- application form থেকে শুরু করে সকল কানাডিয়ান কাগজ সাথে থাকলে ভাল...বলাতো যায়না কখন কোনটা কাজে লাগে
- বিবাহিত ভাই ও বোনেরা তাদের বিবাহ বিষয়ক সকল কাগজ সাথে আনবেন

Cloths and others:

- বেশি করে মোজা [সুতি ও উলের] ও under garments [বিশেষ করে মহিলাদের] নিয়ে আসবেন...এগুলো এখানে ১টু দামি
- হাফ হাতা বা ফুল হাতা শার্ট এর থেকে হাফ হাতা ফুল হাতা গেঞ্জি বেশি আনলে ভাল কারন এখানে পার্টি বা কর্পোরেট অফিস ছাড়া শার্ট খুব বেশি কেউ পরে না
- সুতি ও উলের ট্রাউজার আনতে পারেন যেটা ঘরে বাইরে সব যায়গাতে আপনার কাজে দিবে...আর যাদের অভ্যাস আছে তাদের জন্য সামারে সর্টস বা থ্রি কোয়ার্টার must...আর যাদের লুঙ্গি পরার অভ্যাস তারা সেই অভ্যাস ত্যাগ করা শুরু করে দেন
- ফরমাল প্যান্ট এর থেকে জিন্স আর গ্যভারডিন বেশি আনার চেষ্টা করবেন...এখানে ঐ পার্টি আর কর্পোরেট অফিস ছাড়া ফরমাল প্যান্ট খুব বেশি কেউ পরে না...আর শীতের সময় তো প্রশ্নই উঠে না
- শীতের জন্য উলের বা মোটা ইনার অত্যাবশ্যক
- অনেকে ভাবছেন বঙ্গ বাজার থেকে মোটা শীতের কাপর আনবেন...ভুলে যান......কোন কাজে আসবে না...মোটা শীতের কাপড় আপনাকে এখান থেকেই কিনতে হবে...ঢাকায় যেগুলোকে আমরা শীতের কাপড় বলি সেগুলোকে এখানে বসন্তের কাপড় বলে......বুঝতেই পারছেন অবস্থা
- ব্লেজার/সুট/কোট খুব বেশি আনার প্রয়োজন নাই...কারন আগে ২বার বলেছি......এই সকল ফরমাল জিনিস ২/৩ জোড়াই অনেক বেশি
- অনেকেই পাঞ্জাবি আনার কথা চিন্তা করছেন...আন্তে পারেন...কিন্ত বিশ্বাস করেন ভাই, ২ ঈদ আর সামারে কোন ফ্যামিলি পার্টি ছাড়া পাঞ্জাবি পরবেন না...সেই হিসেবেই আনবেন
- মাংকি ক্যাপ/ডাকাত ক্যাপ/মাফ্লার/হাত মোজা এগুলো আনতে ভুলবেন না
- ফরমাল জুতা, কেডস এর পাশাপাশি মোটা ভারি জুতা আনতে পারলে খুব ভালো হয়...শীতে কাজে দিবে......সেই সাথে ঘরে পরার স্লিপার আর স্যান্ডাল শু
- ভাবি এবং আপুরা...জিন্স, শার্ট, টি-শার্ট পরার অভ্যাস শুরু করে দিন...পার্টি ছাড়া সালোয়ার-কামিজ, শাড়ি পরার সুযোগ খুব বেশি পাবেন না......শীতের সময় ত প্রশ্নই উঠে না......সেই সাথে জুতা ও কেডস পরারও অভ্যাস করতে পারেন
- ল্যাপটপ/ট্যাব জাতীয় পার্সনাল জিনিস সাথে আনাটাই বুদ্ধিমানের কাজ...সেই সাথে যারা স্মার্ট ফোন ব্যবহার করেন তারা সেটা সাথে নিয়ে আসলে বেশ কিছু টাকা বাচাতে পারবেন
- যারা আমার মত মসলাদার খাবার পছন্দ করেন তারা কিছু দেশি মসলা [হলুদ, মরিচ, ধনিয়া, জিড়া] সাথে করে নিয়া আসতে পারলে ভাল...অনেকেই দেশি ঘি আনার কথা চিন্তা করছেন...অবশ্যই আনবেন এবং আমার বাসায় পৌছানর ব্যবস্থা করবেন কিন্ত immigration-এ declair করার কোন প্রয়োজন নেই কারন কোন প্রকার dairy food product আনা নিষেধ
- সম্ভব হলে বিভিন্ন সাইজ এর ২/৩ পিস non-sticky frying pans নিয়ে আসবেন...এখানে এধরনের জিনিস অনেক উন্নত মান সম্পন্ন হওয়াতে দামটাও একটু বেশি...sale এর সময় অবশ্য পানি না হলেও শরবতের দামে পাওয়া যায়
- অনেকের সুচিবায়ু আছে যে রাতে ঘুমানোর সময় বিছানা না ঝেরে ঘুমাতে পারেন না...তাদের জন্য বিছানার ঝাড়ু অতি আবশ্যিক...যদিও এখানে ধুলা-বালুর কোন বালাই নেই...সাদা শার্ট বা গেঞ্জি টানা ৪/৫ দিন ধরে পরতে পারবেন...ঘামের গন্ধও হবে না...কলারে ময়লাও জমবে না
- প্রতিদিন ভাতের সাথে ডাল খাওয়ার অভ্যাস যাদের তাদের জন্য 'ডাল ঘুটনি' অত্যাবশ্যকিয় জিনিস......এক্ষেত্রে ভাইদেরকে একটা দুঃসংবাদ দেই [ভাবিদের জন্য সুসংবাদ]......ভাইয়েরা আমার, রান্না শেখা শুরু করে দিন
- ভাবি বা বোনেরা যারা 'বোটি' ছাড়া কাটা-কুটি করতে পারেন না তারা অবশ্যই সাথে করে 'বোটি' আনবেন......সেই সাথে ছুড়ি ও chopping board ব্যবহার করার অভ্যাস করেন

After arriving:

নতুন দেশে এসে ঘোরাঘুরি করতে কার না মন চায়...সেই সাথে যদি কোন আত্মিয় বা পরিচিত কেউ থেকে থাকে তাহলে তো কথাই নাই...ঘোরাঘুরি করতে করতেই মাস কাবার.....নায়াগ্রা ফলস, সেন্টার আইল্যন্ড, থাউসেন্ড আইল্যন্ড, সিএন টাওয়ার কত কিছুই না আছে দেখার......ভাইরে এগুলো কোথাও যাচ্ছে না...একবার যখন চলে আসবেন, এগুলো দেখার অনেক সুযোগ পাবেন......কিন্ত ঘোরাঘুরির পাশাপাশি কিছু কাজ যদি এগিয়ে রাখেন তাহলে ক্ষতি তো নেই...- আসার সাথে সাথে ১টা ব্যাংক একাউন্ট খুলে ফেলবেন......সব টাকা দিয়ে না...যত কম টাকা দিয়ে সম্ভব...কারন এখানে ব্যাংকে টাকা রাখলে টাকা আসে না, বরং টাকা যায়...interest rate একেবারেই কম, সেই সাথে ট্যাক্স দিতে হয়...পারলে ২টা একাউন্ট খুলবেন, visa ও master card দু'টা credit card এর জন্য...এখানে credit card এর অনেক সুবিধা...আর এখানে ক্যাশ টাকা কেউ খুব বেশি ব্যবহার করে না......সেই সাথে USD account-ও করে ফেলতে পারেন
- আত্মিয় স্বজনের বাসায় খুব বেশিদিন থাকার কোন প্রয়োজন নেই...কারন এখানে সবাই ব্যাস্ত...অবশ্যই টাকার জন্য...তাই দ্রুত বাসা ভাড়া করে ফেলতে হবে...যারা একটু বেশি মালদার তারা Toronto downtown থাকতে পারেন [সিঙ্গেল বেড্রুম এপার্ট্মেন্টঃ ১১০০-১৪০০ ডলার]...আমি থাকি Scarborough...এখনকার এপার্ট্মেন্ট ভাড়া, সিঙ্গেল বেড্রুমঃ ৯০০-১১০০......যারা বাঙ্গালিদের আশে পাশে থাকতে চান তাদের জন্য Danforth and Victoria park intersection এলাকা...আর অন্যান্যদের জন্য যেসব এলাকায় কাউলা, শ্রিলঙ্কান, পাকু [markham, ellesemere, orton park, lawrence, midland এসব এলাকার কিছু যায়গা] থাকে সেগুল বাদ দিয়ে অন্য যেকোন এলাকা...উপরল্লিখিত জনগষ্ঠিকে সব যায়গাতেই পাওয়া যায় কিন্ত যতটা সম্ভব দুরত্ব বজায় রাখা আর কি......সবচে ভাল যেকোন বড় রাস্তার intersection এবং grocery shop এর আশেপাশে থাকা......বাস নিয়ে চিন্তিত হবার কিছু নাই...বাস সার্ভিস খুব ভাল...এবং কিছুদূর পর পর-ই বাস স্টপ পাওয়া যায়...যেকোন RT station অথবা subway station এর কাছাকাছি [Victoria park station, kennedy station etc] থাকতে পারলে আরও ভাল...
- কম ভাড়ায় বেইজমেন্ট এপার্ট্মেন্ট ভাড়া পাবেন...সেখানেও থাকতে পারেন, কিন্ত যাদের ছানা-পোনা আছে তাদের বেইজমেন্ট এপার্ট্মেন্টে না থাকাটাই ভাল
- যাদের ছানাপোনা আছে...বাসা নেবার সাথে সাথেই বাসার আশেপাশের কোন স্কুলে ভর্তি করিয়ে দিতে হবে.
-health card এর জন্য apply করে ফেলতে হবে...apply যখনি করেন না কেন এটা পাবেন কানাডায় যেদিন পা দিয়েছেন তার ঠিক ৩ মাস পর
- verification এর জন্য বাংলাদেশ হাইকমিশনে ড্রাইভিং লাইসেন্স পাঠাতে হবে...মনে রাখবেন লাইসেন্স এর বয়স অন্তত ২ বছর হতে হবে...এখানে গাড়ি কোন সৌখিনতা নয়...প্রয়োজন
- YMCA, ACCES এর মত govt. organization খুজে বের করতে হবে যারা new comer দের জন্য কাজ করে...এদের কাছে অনেক রকম সাহায্য পাবেন...সবচে বড় সাহায্য আমার কাছে যেটা মনে হয়েছে তা হল ফ্রিতে বাসার জন্য ছোটখাট কিছু ফার্নিচার আর ম্যট্রেস...১টা queen size ম্যট্রেস এর দাম এখানে ৪৫০-৬০০ টাকা...সেটা যদি আপনি ফ্রি পান কেন নিবেন না?
- এখানে আপনার educational certificate এর কোন দাম নেই তা আপনি যেখান থেকেই পাশ করেন না কেন [আমি বুয়েট থেকে পাশ করা...আর কিছু বলার আছে?]...এখানে আপনার educational certificate-এর credential assessment করিয়ে canadian equivalent certificate নিতে হবে......যারা আবার পড়াশনা শুরু করতে চান, University-তে ভর্তির জন্য কোন credential
assessment এর প্রয়োজন নেই...সরাসরি continuous studyতে ঢুকে যেতে পারেন আর যারা college-এ ডিপ্লমা করতে চান তাদের জন্য credential assessment এর কোন বিকল্প নেই...তো এর জন্য আপনার সকল educational certificate, WES বা ICAS নামক organization-এ পাঠাতে হবে...এবং canadian equivalent certificate পেতে অন্তত ৩ মাস সময় লাগবে...তাই যত তাড়াতাড়ি পাঠাবেন আপনার জন্যই মঙ্গল...পারলে দেশে থাকতেই পাঠিয়ে দেন
- সবচেয়ে বড় কথা এখানে কেউ আপনাকে খাওয়াবে /পড়াবে না...আপনার সকল কিছুর ব্যবস্থা আপনাকেই করতে হবে এবং এর জন্য করতে হবে কাজ...এখানে কাজ-ই সব...সেটা যেধরনের কাজ-ই হোক না কেন...কাজের ব্যপারে আপনাকে অনেক ছাড় দিতে হবে...কাজের ব্যপারে prestige issue মাথায় থাকলে এখানে কিছু করতে পারবেন না...'আমি ডাক্তার/ইঞ্জিনিয়ার/মাস্টার্স পাশ/এম বি এ, আমি কেন কামলা খাটব'-এই মানসিকতা মাথায় থাকলে সেটা ঝেরে ফেলতে হবে...এখানে কেউ কোন কাজকে খাট করে দেখে না...তাই শুরুতে বেশ কিছুদিন অনিচ্ছা সত্যেও পরিস্থিতি সামাল দেয়ার জন্য কাজ করতে হবে, সেটা
যেধরনেরই হোক না কেন......এরপর পরাশোনা শুরু করতে হবে...কারন পরাশোনা ছাড়া কোন বিকল্প নেই......এখানে অনেক সুযোগ আছে, কিন্ত সুযোগগুল কাজে লাগাতে হলে আপনাকে কানাডিয়ানদের সাথে মিশতে হবে, কানাডাকে জানতে হবে, তাদের culture বুঝতে হবে...শুধু বাঙ্গালীদের সাথে থাকলেই চলবে না......আর ১টা দেশ, দেশের মানুষ, দেশের culture বোঝার জন্য সেই দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের থেকে বড় কিছু নেই

ফ্রিতে অনেক উপদেশ দিলাম...উপক্রিত হলে ধন্যবাদ দিলে দিবেন না দিলে নাই কিন্তু ফাপোরে পরলে আমি দায়ি না... :P...অবশ্য ফাপরে পরারা মত কিছু আছে বলে মনে করি না...আমাকে বেশি পাকনাও ভাবতে পারেন...মনে করতে পারেন যে মাত্র ৬ মাস হয়েছে কানাডা গিয়েছে আর ভাব এমন যে কতকিছু জানে......কানাডা আসেন ভাই...৬ মাস থাকেন...তারপর আমাকে দেশি রান্না খাওয়ার দাওয়াত দিয়েন.....নায়াগ্রা ফলস এর মত আমিও আছি সবসময়......শেষ ১টা কাজের কথা বলি...কানাডিয়ান সরকার ২/৩ বছর যাবত আপনার যোগ্যতা, অভিজ্ঞতা সব কিছু যাচাই বাছাই করে তারপর কানাডায় আসার ভিসা সেই সাথে PR দিয়েছে বলে মনে কইরেন না যে আপনি অনেক কাবিল......এখানে এসে আপনার নিজেকে অনেক কিছুতে অনেক up grade করতে হবে... এখানে আসলে বুঝবেন বেশির ভাগ ক্ষেত্রে আমরা কতখানি পিছিয়ে আছি......সবার জন্য শুভ কামনা রইল...আর আমাকে গালাগালি বকা ঝকা যাই করেন না কেন...কোন বিষয়ে দরকার পরলে আওয়াজ দিয়েন......ধানাই পানাই, জালাও পোড়াও, সংলাপ ছাড়া আসল পরিস্থিতি ও পরিস্থিতি মুকাবেলার উপায় তুলে ধরার চেষ্টা করব



ভাইয়া

আপনাকে হাজার হাজার ধন্যবাদ...

এত সুন্দর করে লেখবার জন্নে ...

উপকৃত হবার মতন একটা লেখা...

ইনশাল্লাহ আসছি মে মাসে...

দাওয়াত খাবো আপনার বাসায়... :P

Keep in touch vaia....:D

 
Dear Forum Mates

Assalamualaikum

A good news in MI-2 list..... Saiful8277 has received MR, PCC, RPRF & Updated photo request...... Yet to receive PPR

Congratulations to Saiful8277.........

Regards.....

MARZUK
 
MARZUK said:
Dear Forum Mates

Assalamualaikum

A good news in MI-2 list..... Saiful8277 has received MR, PCC, RPRF & Updated photo request...... Yet to receive PPR

Congratulations to Saiful8277.........

Regards.....

MARZUK

Congrats to Saiful8277 Bhaiya.
Thanks MARZUK Bhaiya for sharing this good news.
+1 for you.. :) :)
 
fahamed said:
marzuk vai,

I am just want one more good news, you got the PPR.

Thank you Faruk vai for your concern.....but the previous MR news was not for me, it was Saiful..... I just shared the news.... Pray for us......

MARZUK
 
MARZUK said:
Dear Forum Mates

Assalamualaikum

A good news in MI-2 list..... Saiful8277 has received MR, PCC, RPRF & Updated photo request...... Yet to receive PPR

Congratulations to Saiful8277.........

Regards.....

MARZUK

+1
 
Dear Friends,
I desperately need help from experienced fellows regarding my Pass port Request mail. I received the mail yesterday after I made a CSE about my status of Passport Request 4 days back. They replied me with the Passport request mail using the same subject title which I wrote but from the mail address spore.immigration@international.gc.ca. But earlier I received my Medical request from the mail address SPOREIMMIGRATION@international.gc.ca. Is it ok of these two mail address?

Secondly In my passport request mail they asked to fill up a Appendix A form and send it with my passport. They told that the form is attached to the mail but I didn’t get any form with the mail. In this case what I should do?

Expecting expert opinion

Best regards
 
Hi MI-2 brothers/sisters,
Is here any update for the last 5-6 months?

I'm still waiting for the dream PPR since July-14.

Uttara11
 
Dear MI-II guys,


Has anyone of the following list available with UPDATE since Aug'14-
Saiful8277 (updated on Apr'15), Tanji, Light in Dark, Indigo8330, Kochi, MARZUK, Probir, Monto, Rose11, Dr. Rasu, Dr. Sumon, all_is_well

One of MI-II (PNP applicant) ID: adhos received med request and done/submitted on 8 May'15. He is now in process.

Regards
Uttara11
 
sbcanada said:
Dear Friends,
I desperately need help from experienced fellows regarding my Pass port Request mail. I received the mail yesterday after I made a CSE about my status of Passport Request 4 days back. They replied me with the Passport request mail using the same subject title which I wrote but from the mail address spore.immigration @ international.gc.ca. But earlier I received my Medical request from the mail address SPOREIMMIGRATION @ international.gc.ca. Is it ok of these two mail address?

Secondly In my passport request mail they asked to fill up a Appendix A form and send it with my passport. They told that the form is attached to the mail but I didn't get any form with the mail. In this case what I should do?

Expecting expert opinion

Best regards

- Yes it is ok
- Please check again what it says about Appendia A. I think it is Photo Specification, actually you dont need it

regards....

MARZUK
 
Uttara11 said:
Dear MI-II guys,


Has anyone of the following list available with UPDATE since Aug'14-
Saiful8277 (updated on Apr'15), Tanji, Light in Dark, Indigo8330, Kochi, MARZUK, Probir, Monto, Rose11, Dr. Rasu, Dr. Sumon, all_is_well

One of MI-II (PNP applicant) ID: adhos received med request and done/submitted on 8 May'15. He is now in process.

Regards
Uttara11

Dear Uttara11,

my application is "in process" since May 20 2015.

and when i check my Ecas it gives below 3 lines

Permanent Residence

We received your application for permanent residence on August 11, 2014.

We started processing your application on May 20, 2015.

Medical results have been received.

Do you have any idea as to when i might get the passport request aka PPR?

My visa office is Manila.

One of the forum member said I should get PPR within 1 month.
 
Dear adhos,
most of the applicant received/are receiving PPR within 60-90 days of med submission. But there are some examples of late for 6M, 10M, 12M or more. So depends on luck mostly for MI-II applicant like me but applicants after May, 2014 are receiving visa too quickly.

Keep this forum update once you receive PPR and stay connected here!


Regards
Uttara11


adhos said:
Dear Uttara11,

my application is "in process" since May 20 2015.

and when i check my Ecas it gives below 3 lines

Permanent Residence

We received your application for permanent residence on August 11, 2014.

We started processing your application on May 20, 2015.

Medical results have been received.

Do you have any idea as to when i might get the passport request aka PPR?

My visa office is Manila.

One of the forum member said I should get PPR within 1 month.
 
Uttara11 said:
Dear adhos,
most of the applicant received/are receiving PPR within 60-90 days of med submission. But there are some examples of late for 6M, 10M, 12M or more. So depends on luck mostly for MI-II applicant like me but applicants after May, 2014 are receiving visa too quickly.

Keep this forum update once you receive PPR and stay connected here!

Regards
Uttara11

Thanks @uttara11 for your insight as always.

My passport had only few months left so I renewed my passport last week and received my new passport with new number yesterday.

Do you think I should send a scanned copy of renewed passport to CIC along with old passport before I get the PPR aka passport request?
 
Yes, share the scanned copy of renewed passport since it helps to avoid complexity/rework with VO.

Regards
Uttara11


adhos said:
Thanks @ uttara11 for your insight as always.

My passport had only few months left so I renewed my passport last week and received my new passport with new number yesterday.

Do you think I should send a scanned copy of renewed passport to CIC along with old passport before I get the PPR aka passport request?
 
Uttara11 said:
Yes, share the scanned copy of renewed passport since it helps to avoid complexity/rework with VO.

Regards
Uttara11

thanks. I have sent the old and new passport to Manila Visa office.