আমি ওহাব সেন্টার থেকে মেডিকেল করিয়েছিলাম, ওরা সকাল ৮টা থেকে বিকাল ৭.৩০মি. পর্যন্ত খোলা থাকে তবে শুক্রবার ও সরকারী ছুটির দিন বন্ধ। যাওয়ার সময় ৪০০০/- টাকা, Medical Report টার প্রিন্ট, ১ কপি পাসপোর্ট সাইজ ছবি (যদিও লেখা থাকে ২ কপি, কিন্তু ১ কপি রাখে) আর অরিজিনাল পাসপোর্ট সঙ্গে নিতে হবে। আগে থেকে কোন এ্যাপয়েন্টমেন্ট নেবার দরকার নাই, তবে সকাল বেলা যাওয়া ভাল। ওখানে কানাডা ছাড়াও অষ্ট্রেলিয়া, আমেরিকা, জার্মানী ইত্যাদি আরও অনেক দেশের মেডিকেল হয়। বেশ ভীড় থাকে, বিশেষ করে চারদিকে আমেরিকার আবেদনকারী দেখে নিজেকে সংখ্যালঘু মনে হতে পারে কিন্তু কানাডার আবেদনকারী হিসেবে এক্সট্রা খাতির পাবেন
ওখানে প্রথমে ছবি তোলে, তারপর একে একে এক্সরে, ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, উচ্চতা, ওজন, প্রেসার, চোখ পরীক্ষা করে। ওরা আপনাকে বলে দেবে কোনটার পর কোনটা করতে হবে, ও এর আগে দুটো ফর্ম ফিলাপ করতে বলে। সবশেষে ডাঃ ওহাব নিজে একটা চেকআপ করে রিসিপ্ট দিয়ে দেবেন, যেটার ফটোকপি VFS এ জমা দিতে হবে। পুরো মেডিকেল রিপোর্ট ওরা eMedical এর মাধ্যমে অনলাইনে পাঠিয়ে দেয়, তাই কোন ট্রাকিং নম্বর নেই। শুধু পরদিন পাসপোর্ট জমা দেবার আগে তাদেরকে ফোন করে রিপোর্ট ঠিক আছে কিনা জেনে নেয়া ভাল।
মেডিকেল ইন্সট্রাকশন অনুযায়ী মেডিকেল শেষ করে "Medical Completion Notification" ফরমটা পূরণ করে ওদের singapore-im-enquiry @ international.gc.ca ইমেইল ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
VFS এ মেডিকেল রিসিপ্ট এর ফটোকপি, ওরিজিনাল পাসপোর্ট, পুরো মেডিকেল ইন্সট্রাকশন ফর্মের প্রিন্টআউট (মাঝের ফর্মটা কলম দিয়ে পূরণ করতে হবে), VFS এর রিসিপ্ট এর ওরিজিনাল ও ফটোকপি নিয়ে যেতে হবে। সবকিছু জমা নিয়ে VFS রিসিপ্ট এর উল্টোপিঠে ওরা পাসপোর্ট রিসিভ করে নেবে।
ব্যাস কাজ এটুকুই 8) এরপর শুধু বোরিং অপেক্ষা :