+1(514) 937-9445 or Toll-free (Canada & US) +1 (888) 947-9445
Shamrajjo said:
Don't worry... Your passport is on the way to you.
Your application already approved and should be closed for any processing.


Cheers!!

Tnx vai...btw what ur mycic shows? as we both have submitted the same day
 
udas1982 said:
Tnx vai...btw what ur mycic shows? as we both have submitted the same day

Sorry Bhai, I couldn't open MYCIC account as we applied through agent.

And yes we suppose to receive passport in same day.
Wish will see you on the same ;D ;D
 
Shamrajjo said:
Sorry Bhai, I couldn't open MYCIC account as we applied through agent.

And yes we suppose to receive passport in same day.
Wish will see you on the same ;D ;D
Congratss dear
Would u plz share with us if u received ppr after decision made on ecas or ur ppr was before DM
And in case u got it after DM can u plz tell us how long it took to receive ppr
Thnxx
 
Abohandh said:
Congratss dear
Would u plz share with us if u received ppr after decision made on ecas or ur ppr was before DM
And in case u got it after DM can u plz tell us how long it took to receive ppr
Thnxx

Thank you !!

After one day later we received our PPR on ECAS changed to "Decision Made"
 
Shamrajjo said:
Thank you !!

After one day later we received our PPR on ECAS changed to "Decision Made"
Oh sorry im lil bit confused
So u received ppr first right ?
 
Abohandh said:
Oh sorry im lil bit confused
So u received ppr first right ?

We have received DM first and after a day later we got PPR.
 
Shamrajjo said:
Congrats!! for the "Decision Made" on your ECAS.

Now you don't think any more about your application and now only waiting to get your passport back with VISA.

Best of luck.

Hope so Bhai.
 
fahad04 said:
Congrats on your file update! your journey to PR is almost over! Be ready to fly!

Thanks

May Allah grant our prayers.
 
Shamrajjo said:
Sorry Bhai, I couldn't open MYCIC account as we applied through agent.

And yes we suppose to receive passport in same day.
Wish will see you on the same ;D ;D


Ohh okk bhai...Best of luck for all of us.BTW by what date we may expect for pp to reach VFS?
 
Shamrajjo said:
Hi Bro,

Please could you share your experience on less than 10% of rejection after PPR.

Cheers!!

kochi said:
Hi bro

This is my question also. I know all of them got VISA after PPR.

dontelother said:
Me too want to know, is there any occurance of refusal after getting PPR!

I haven't heard anything about rejection after getting PPR. It might happen if your passport expiry date is less than 6 months. I really believe no one is dumb to do this kind of silly mistake after waiting 2/3 years. So don't worry and cheers.
 
Shamrajjo said:
Sorry Bhai, I couldn't open MYCIC account as we applied through agent.

And yes we suppose to receive passport in same day.
Wish will see you on the same ;D ;D

This seems totally absurd. Please talk to your agent and get the user name and password ASAP. They should allow you to check your own status.
 
Hi all,

Just wanna inform those people who are preparing themselves to move to Canada and looking for Airline tickets, my recommendation is, if you are planning for one way ticket, go for IOM. It will save at least 20,000/- p/p which will be helpful for you after landing in Canada.
 
২০১৫ তে লেখা আমার একটা পোস্ট অনেকের কাজে লেগেছিল আশা করি। পোস্ট টা কিছুটা edit করে আবার দিলাম। আশা করি উপক্রিত হবেন। সকলের জন্য শুভ কামনা


আসসালামুয়-আলাইকুম...ভাই ও বোনেরা সকলে ভাল আছেন নিশ্চয়? অনেককেই ভিসা পেয়ে উতফুল্ল দেখা যাচ্ছে, আবার অনেকে এখনও হতাশ......আশা-হতাশা সব কিছু নিয়েই আমাদের জীবন...অনেকে কানাডা এসেও পরিস্থিতি দেখে হতাশ হয়েছে......তো বেশি আশা করারও কিছু নাই আবার বেশি হতাশ হবারও কিছু নাই...কবি বলেছেন, নদীর এইপার কহে ছাড়িয়া নিশ্বাস, ঐ পাড়েতে সর্ব সুখ আমার বিশ্বাস......দেশে থেকে আমরা অনেক রকম পরিকল্পনা করি, স্বপ্ন দেখি...খুব বেশি পরিকল্পনা করা আর স্বপ্ন দেখার কিছু নাই......কারন পরিস্থিতি এখানে অতটা অনুকুল নয় যতটা আমরা মনে করি......যাই হোক, ভাল-খারাপ সবই আছে, ভয় কম দেখাই...এম্নিতেই দেশের পরিস্থিতি অনেকটাই ভিতিকর...

কানাডাতে শীতকাল সবে মাত্র শুরু হয়েছে...তো যারা ইতিমধ্যে ভিসা পেয়ে গিয়েছেন এবং প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে বলি, হাতে সময় থাকলে শীতের শেষে [মে মাসের আগে না] আসুন...ঠান্ডার মধ্যে আসার কোনই কারন নেই...এবং যাদের ভিসা আসি আসি করছে তারা নিশ্চই সামারে চলে আসার পরিকল্পনা করছেন...

সবার জন্য আমার কানাডা আসার প্রস্ততি থেকে শুরু করে গত ২ বছরের অভিজ্ঞতা থেকে কিছু টিপস দেই...মানা না-মানা আপনাদের ব্যপার...আমার একটু পাকনামি করতে ইচ্ছা করল...টিপস গুলো সম্পুর্ন আমার ব্যাক্তিগত অভিগ্যতা থেকে দেয়া এবং মুলত Scarborough শহর আর কিছুটা down-town কে কেন্দ্র করে

Preparation:

- আসার আগে কোন ভাল হাসপাতাল থেকে full health check up করিয়ে আসতে পারলে খুব ভাল হয় কারন আল্লাহ না করুক health card [OHIP] পাবার আগে রোগ বালাই কিছু বাধালে খবর আছে...আর health card পেতে সময় লাগবে কানাডায় যেদিন পৌছাবেন সেদিন থেকে ঠিক ৩ মাস......তারমানে অন্তত ৩ মাস আপাকে নাক-মুখ বন্ধ করে খিছ মেরে সুস্থ থাকতে হবে......আর health card পাবার পরে যা খুশি রোগ বাধান, কোন চিন্তা নাই......- সাথে করে কিছু common ঔষধ [যেমন, ওরস্যলাইন, নাপা, প্যরাসিটামল, অমিপ্রাজল, নিউবাক্রিন] আনলে খুব ভাল...
- যারা চশমা পরেন তারা চোখ দেখিয়ে ২/৩ জোড়া নতুন চশমা নিয়ে আসবেন...আর যাদের আমার মত চশমা ভাঙ্গার অভ্যাস আছে তারা ৫/৬ জোড়া আনবেন......যাদের আমার মত চশমা ছাড়া চলেই না সোজা বাংলায়, কানা টাইপ, তারা ফোটোসান অথবা কালার গ্লাস আনবেন...কারন এখানে অনেক glare হয়
- দাত পরিস্কার [scaling] করিয়ে আইসেন...health card দিয়ে চোখ আর দাতের কিছু করতে পারবেন না...চোখ আর দাতের ব্যপার গুলো কোন এক অজানা কারনে এখানে রোগ বালাই এর বাইরে রেখেছে
- লাগেজ প্যাক করার সময় carry on ব্যাগ আগে ভরবেন কারন অন্য লাগেজ এর weight limit আছে [২৩-৩০ কেজি]...carry on লাগেজ এর weight limit [৭ কেজি] থাকলেও সেটা নিয়ে কেউ খুব বেশি মাথা ঘামায় না যতক্ষন পর্যন্ত আপনি সহজেই ওটা বহন করতে পারেন...trolly bag এর থেকে বড় back pack আনতে পারলে ভাল কারন back pack এ জিনিস বেশি আটে...অনায়াসে ১৫-১৮ কেজি ভরে ফেলতে পারবেন

Money and Docs:

-যারা permanently চলে আসার চিন্তা করছেন তারা যত বেশি সম্ভব টাকা পয়সা নিয়ে আইসেন...দরকার হলে সোনালী ব্যাংক থেকে লোন নিয়েন...পেপারে যে পরিমান টাকা দেখিয়েছেন তার বেশি আনতে পারবেন না এমন না...canadian immigration শুধু জিজ্ঞেস করবে কত টাকা এনেছেন [CAD/USD]......আর শুরুর কয়েক মাস কাজকর্ম পাবার আগ পর্যন্ত বেশ কিছু টাকা আপনাকে খরচ করতে হবে to settle down
- USD খুব বেশি আনার কোন প্রয়োজন দেখিনা...সর্বনিম্ন যতটুকু আনা সম্ভব বাকিটা সব CAD
- শিক্ষাগত যোগ্যতার সকল সার্টিফিকেট এর মুল কপি সাথে ৫/৬ সেট ফটোকপি আনবেন...সম্ভব হলে শিক্ষা প্রতিষ্ঠান থেকে সত্যায়িত কপি আনবেন।
- যারা multinational company-তে কাজ করতেন তারা সেই company-র reference letter আনতে পারলে ভাল...resume-তে job experience হিসেবে কাজে লাগতে পারে
- যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তারা অতি অবশ্যই সেটা সাথে আনবেন in international format [ভুলেও ২ নাম্বারি কিছু করতে যাবেন না]...যদিও সরাসরি কোন কাজে দিবে না কিন্ত এখানে ড্রাইভিং লাইসেন্স পেতে অনেক সাহায্য করবে...
- ১০/১২ কপি পাসপোর্ট সাইজ এর ছবি সাথে করে আনলে ভাল
- application form থেকে শুরু করে সকল কানাডিয়ান কাগজ সাথে থাকলে ভাল...বলাতো যায়না কখন কোনটা কাজে লাগে
- বিবাহিত ভাই ও বোনেরা তাদের বিবাহ বিষয়ক সকল কাগজ সাথে আনবেন
- আপনার luggage-এ কি কি আছে তার একটা তালিকা করে আনলে airport-এ বেশ কিছু সময় বাচাতে পারবেন...CIC-র এরকম একটা form আছে

Cloth and shoes:

- বেশি করে মোজা [সুতি ও উলের] ও under garments [বিশেষ করে মহিলাদের] নিয়ে আসবেন...এগুলো এখানে ১টু দামি
- হাফ হাতা বা ফুল হাতা শার্ট এর থেকে হাফ হাতা ফুল হাতা গেঞ্জি বেশি আনলে ভাল কারন এখানে পার্টি বা কর্পোরেট অফিস ছাড়া শার্ট খুব বেশি কেউ পরে না
- সুতি ও উলের ট্রাউজার আনতে পারেন যেটা ঘরে বাইরে সব যায়গাতে আপনার কাজে দিবে...আর যাদের অভ্যাস আছে তাদের জন্য সামারে সর্টস বা থ্রি কোয়ার্টার must...আর যাদের লুঙ্গি পরার অভ্যাস তারা সেই অভ্যাস ত্যাগ করা শুরু করে দেন
- ফরমাল প্যান্ট এর থেকে জিন্স আর গ্যভারডিন বেশি আনার চেষ্টা করবেন...এখানে ঐ পার্টি আর কর্পোরেট অফিস ছাড়া ফরমাল প্যান্ট খুব বেশি কেউ পরে না...আর শীতের সময় তো প্রশ্নই উঠে না
- শীতের জন্য উলের বা মোটা ইনার অত্যাবশ্যক
- অনেকে ভাবছেন বঙ্গ বাজার থেকে মোটা শীতের কাপর আনবেন...ভুলে যান......কোন কাজে আসবে না...মোটা শীতের কাপড় আপনাকে এখান থেকেই কিনতে হবে...ঢাকায় যেগুলোকে আমরা শীতের কাপড় বলি সেগুলোকে এখানে বসন্তের কাপড় বলে......বুঝতেই পারছেন অবস্থা
- ব্লেজার/সুট/কোট খুব বেশি আনার প্রয়োজন নাই...কারন আগে ২বার বলেছি...এছাড়াও fashion -এর একটা ব্যপারতো আছেই...এই সকল ফরমাল জিনিস ২/৩ জোড়াই অনেক বেশি
- অনেকেই পাঞ্জাবি আনার কথা চিন্তা করছেন...আন্তে পারেন...কিন্ত বিশ্বাস করেন ভাই, ২ ঈদ আর সামারে কোন ফ্যামিলি পার্টি ছাড়া পাঞ্জাবি পরবেন না...সেই হিসেবেই আনবেন
- মাংকি ক্যাপ/ডাকাত ক্যাপ/মাফ্লার/হাত মোজা এগুলো আনতে ভুলবেন না
- ফরমাল জুতা, কেডস এর পাশাপাশি মোটা ভারি জুতা আনতে পারলে খুব ভালো হয়...শীতে কাজে দিবে......সেই সাথে ঘরে পরার স্লিপার
- ভাবি এবং আপুরা...জিন্স, শার্ট, টি-শার্ট পরার অভ্যাস শুরু করে দিন...পার্টি ছাড়া সালোয়ার-কামিজ, শাড়ি পরার সুযোগ খুব বেশি পাবেন না......শীতের সময় ত প্রশ্নই উঠে না......সেই সাথে জুতা ও কেডস পরারও অভ্যাস করতে পারেন
- ল্যাপটপ/ট্যাব জাতীয় পার্সনাল জিনিস সাথে আনাটাই বুদ্ধিমানের কাজ...সেই সাথে যারা স্মার্ট ফোন ব্যবহার করেন তারা সেটা সাথে নিয়ে আসলে বেশ কিছু টাকা বাচাতে পারবেন
- যারা আমার মত মসলাদার খাবার পছন্দ করেন তারা কিছু দেশি মসলা [হলুদ, মরিচ, ধনিয়া, জিড়া] সাথে করে নিয়া আসতে পারলে ভাল...অনেকেই দেশি ঘি আনার কথা চিন্তা করছেন...অবশ্যই আনবেন এবং আমার বাসায় পৌছানর ব্যবস্থা করবেন কিন্ত immigration-এ declair করার কোন প্রয়োজন নেই কারন কোন প্রকার dairy food product আনা নিষেধ except cheese.
- সম্ভব হলে বিভিন্ন সাইজ এর ২/৩ পিস non-sticky frying pans নিয়ে আসবেন...এখানে এধরনের জিনিস অনেক উন্নত মান সম্পন্ন হওয়াতে দামটাও একটু বেশি...sale এর সময় অবশ্য পানি না হলেও শরবতের দামে পাওয়া যায়
- অনেকের সুচিবায়ু আছে যে রাতে ঘুমানোর সময় বিছানা না ঝেরে ঘুমাতে পারেন না...তাদের জন্য বিছানার ঝাড়ু অতি আবশ্যিক...যদিও এখানে ধুলা-বালুর কোন বালাই নেই...সাদা শার্ট বা গেঞ্জি টানা ৪/৫ দিন ধরে পরতে পারবেন...ঘামের গন্ধও হবে না...কলারে ময়লাও জমবে না
- প্রতিদিন ভাতের সাথে ডাল খাওয়ার অভ্যাস যাদের তাদের জন্য 'ডাল ঘুটনি' অত্যাবশ্যকিয় জিনিস......এক্ষেত্রে ভাইদেরকে একটা দুঃসংবাদ দেই [ভাবিদের জন্য সুসংবাদ]......ভাইয়েরা আমার, রান্না শেখা শুরু করে দিন
- ভাবি বা বোনেরা যারা 'বোটি' ছাড়া কাটা-কুটি করতে পারেন না তারা অবশ্যই সাথে করে 'বোটি' আনবেন......সেই সাথে ছুড়ি ও chopping board ব্যবহার করার অভ্যাস করেন
- টরন্টতে বাংলাদেশি, ইনডিয়ান, পাকিস্তানি, শ্রিলঙ্কান, প্রচুর থাকাতে চাল, ডাল থেকে শুরু করে মসলা, আচার মোটামুটি দেশীয় সব কিছুই পাওয়া যায়...কিন্তু pure দেশি স্বাদ অবশ্যি পাবেন না


After arriving:

নতুন দেশে এসে ঘোরাঘুরি করতে কার না মন চায়...সেই সাথে যদি কোন আত্মিয় বা পরিচিত কেউ থেকে থাকে তাহলে তো কথাই নাই...ঘোরাঘুরি করতে করতেই মাস কাবার.....নায়াগ্রা ফলস, সেন্টার আইল্যন্ড, থাউসেন্ড আইল্যন্ড, সিএন টাওয়ার কত কিছুই না আছে দেখার......ভাইরে এগুলো কোথাও যাচ্ছে না...একবার যখন চলে আসবেন, এগুলো দেখার অনেক সুযোগ পাবেন......কিন্ত ঘোরাঘুরির পাশাপাশি কিছু কাজ যদি এগিয়ে রাখেন তাহলে ক্ষতি তো নেই...

- আসার সাথে সাথে ১টা ব্যাংক একাউন্ট খুলে ফেলবেন......সব টাকা দিয়ে না...যত কম টাকা দিয়ে সম্ভব...কারন এখানে ব্যাংকে টাকা রাখলে টাকা আসে না, বরং টাকা যায়...interest rate একেবারেই কম, সেই সাথে ট্যাক্স দিতে হয়...পারলে ২টা একাউন্ট খুলবেন, visa ও master card দু'টা credit card এর জন্য...এখানে credit card এর অনেক সুবিধা...যত বেশি credit account maintain করবেন credit histry তত ভাল হবে, ভবিশ্যতে bank loan পেতে সুবিধা হবে......সেই সাথে একটা USD saving account-ও করে ফেলতে পারেন
- আত্মিয় স্বজনের বাসায় খুব বেশিদিন থাকার কোন প্রয়োজন নেই...কারন এখানে সবাই ব্যাস্ত...অবশ্যই টাকার জন্য...তাই দ্রুত বাসা ভাড়া করে ফেলতে হবে...যারা একটু বেশি মালদার তারা Toronto downtown বা তার আশে পাশে থাকতে পারেন [সিঙ্গেল বেড্রুম এপার্ট্মেন্টঃ ১১০০-১৪০০ ডলার]...আমি থাকি Scarborough...এখনকার এপার্ট্মেন্ট ভাড়া, সিঙ্গেল বেড্রুমঃ ৯০০-১১০০......যারা বাঙ্গালিদের আশে পাশে থাকতে চান তাদের জন্য Danforth and Victoria park intersection এর কাছাকাছি কোন এলাকা...আর অন্যান্যদের জন্য যেসব এলাকায় কাউলা, শ্রিলঙ্কান, পাকু [markham, ellesemere, orton park, lawrence, midland এসব এলাকার কিছু যায়গা] থাকে সেগুল বাদ দিয়ে অন্য যেকোন এলাকা...উপরল্লিখিত জনগষ্ঠিকে সব যায়গাতেই পাওয়া যায় কিন্ত যতটা সম্ভব দুরত্ব বজায় রাখা আর কি......সবচে ভাল যেকোন বড় রাস্তার intersection এবং grocery shop এর আশেপাশে থাকা......বাস নিয়ে চিন্তিত হবার কিছু নাই...বাস সার্ভিস খুব ভাল...এবং কিছুদূর পর পর-ই বাস স্টপ পাওয়া যায়...যেকোন RT station অথবা subway station এর কাছাকাছি [Victoria park station, kennedy station etc] থাকতে পারলে আরও ভাল...- কম ভাড়ায় বেইজমেন্ট এপার্ট্মেন্ট ভাড়া পাবেন...সেখানেও থাকতে পারেন, কিন্ত যাদের ছানা-পোনা আছে তাদের বেইজমেন্ট এপার্ট্মেন্টে না থাকাটাই ভাল
- যাদের ছানাপোনা আছে...বাসা নেবার সাথে সাথেই বাসার আশেপাশের কোন স্কুলে ভর্তি করিয়ে দিতে হবে.
- health card এর জন্য apply করে ফেলতে হবে...apply যখনি করেন না কেন এটা পাবেন কানাডায় যেদিন পা দিয়েছেন তার ঠিক ৩ মাস পর
- verification এর জন্য বাংলাদেশ হাইকমিশনে ড্রাইভিং লাইসেন্স পাঠাতে হবে...মনে রাখবেন লাইসেন্স এর বয়স অন্তত ২ বছর হতে হবে...এখানে গাড়ি কোন সৌখিনতা নয়...প্রয়োজন
- YMCA, ACCES এর মত govt. organization খুজে বের করতে হবে যারা new comer দের জন্য কাজ করে...এদের কাছে অনেক রকম সাহায্য পাবেন...সবচে বড় সাহায্য আমার কাছে যেটা মনে হয়েছে তা হল ফ্রিতে বাসার জন্য ছোটখাট কিছু ফার্নিচার আর ম্যট্রেস...১টা queen size ম্যট্রেস এর দাম এখানে ৪৫০-৬০০ টাকা...সেটা যদি আপনি ফ্রি পান কেন নিবেন না?
- এখানে আপনার educational certificate এর কোন দাম নেই তা আপনি যেখান থেকেই পাশ করেন না কেন [আমি বুয়েট থেকে পাশ করা...আর কিছু বলার আছে?]........যারা আবার পড়াশনা শুরু করতে চান, University-তে সরাসরি continuous studyতে ঢুকে যেতে পারেন আর যারা college-এ ডিপ্লমা করতে চান তাদের জন্য credential assessment এর কোন বিকল্প নেই...
- সবচেয়ে বড় কথা এখানে কেউ আপনাকে খাওয়াবে /পড়াবে না...আপনার সকল কিছুর ব্যবস্থা আপনাকেই করতে হবে এবং এর জন্য করতে হবে কাজ...এখানে কাজ-ই সব...সেটা যেধরনের কাজ-ই হোক না কেন...কাজের ব্যপারে আপনাকে অনেক ছাড় দিতে হবে...কাজের ব্যপারে prestige issue মাথায় থাকলে এখানে কিছু করতে পারবেন না...'আমি ডাক্তার/ইঞ্জিনিয়ার/মাস্টার্স পাশ/এম বি এ, আমি কেন 'কামলা খাটব'-এই মানসিকতা মাথায় থাকলে সেটা ঝেরে ফেলতে হবে...এখানে কেউ কোন কাজকে খাট করে দেখে না...তাই শুরুতে বেশ কিছুদিন অনিচ্ছা সত্যেও পরিস্থিতি সামাল দেয়ার জন্য কাজ করতে হবে, সেটা যেধরনেরই হোক না কেন......এরপর পরাশোনা শুরু করতে হবে...কারন পরাশোনা ছাড়া কোন বিকল্প নেই......
- ডাক্তার ও ইঞ্জিনিয়ার ভাই বোনদের জন্য জানিয়ে রাখি [যেহেতু আমি নিজে architect আর আমার বউ ডাক্তার], যারা নিজেদের profession related কাজ করতে চান তাদের জন্য একটা বড় information হল......ডাক্তার ও ইঞ্জিনিয়ারদের চাকরি scarborough তে খুব বেশি নেই...[পুর্ব অভিজ্ঞতা না থাকায় আমি ও আমার বউ এর ভুক্তভুগি]...এই ২ profession এর চাকরি মুলত down town অথবা west Toronto......west Toronto বলতে west end of down-town, Etobicoke এরপর mississauga, brampton...আমার কথা বিশ্বাস না হলে indeed.com, workpolis.com ইত্যাদি job search web site ঘুরে দেখতে পারেন......অন্য profession-এর কথা বলতে পারলাম না বলে দুঃখিত।



এখানে অনেক সুযোগ আছে, কিন্ত সুযোগ গুল কাজে হলে আপনাকে কানাডিয়ানদের সাথে মিশতে হবে, কানাডাকে জানতে হবে, তাদের culture বুঝতে হবে...শুধু বাঙ্গালীদের সাথে থাকলেই চলবে না......আর ১টা দেশ, দেশের মানুষ, দেশের culture বোঝার জন্য সেই দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের থেকে বড় কিছু নেই

ফ্রিতে অনেক উপদেশ দিলাম...মানলে মানেবেন না মানলে নাই...আমাকে বেশি পাকনাও ভাবতে পারেন...মনে করতে পারেন যে মাত্র ২ বছর হয়েছে কানাডা গিয়েছে আর ভাব এমন যে কতকিছু জানে......কানাডা আসেন ভাই...৬ মাস থাকেন...তারপর আমাকে দেশি রান্না খাওয়ার দাওয়াত দিয়েন.....নায়াগ্রা ফলস এর মত আমিও আছি সবসময়......শেষ ১টা কাজের কথা বলি...কানাডিয়ান সরকার ২/৩ বছর যাবত আপনার যোগ্যতা, অভিজ্ঞতা সব কিছু যাচাই বাছাই করে তারপর কানাডায় আসার ভিসা দিয়েছে বলে মনে কইরেন না যে আপনি অনেক কাবিল......এখানে এসে আপনার নিজেকে অনেক কিছুতে অনেক up grade করতে হবে... এখানে আসলে বুঝবেন বেশির ভাগ ক্ষেত্রে আমরা কতখানি পিছিয়ে আছি......সবার জন্য শুভ কামনা রইল...আর আমাকে গালাগালি বকা ঝকা যাই করেন না কেন...কোন বিষয়ে দরকার পরলে আওয়াজ দিয়েন......ধানাই পানাই, জালাও পোড়াও, সংলাপ ছাড়া আসল পরিস্থিতি ও পরিস্থিতি মুকাবেলার উপায় তুলে ধরার চেষ্টা করব......ধন্যবাদ ও সকলের জন্য শুভ কামনা
 
ekarus said:
I haven't heard anything about rejection after getting PPR. It might happen if your passport expiry date is less than 6 months. I really believe no one is dumb to do this kind of silly mistake after waiting 2/3 years. So don't worry and cheers.
Well vai....
What do u think about my case????
See my timeline beside...... near about 7 months have already been passed after MR And rprf.... have u heard the same for anybody else???? Chances of rejection is still there... am i right???? I m not crazy to go canada but it is hampering my future plan..... fed up to the highest order.....
 
Farhana Kona said:
Well vai....
What do u think about my case????
See my timeline beside...... near about 7 months have already been passed after MR And rprf.... have u heard the same for anybody else???? Chances of rejection is still there... am i right???? I m not crazy to go canada but it is hampering my future plan..... fed up to the highest order.....

Sorry to say but you seems in a different and difficult situation. There is a chance of rejection for you or they might need some more medical tests or updates. Similar case happened in one of my friends case. The medical report says that his wife was pregnant at that time. She got pregnant just before the received MR that time. So CIC requested medical update after baby's birth and also asked to include the baby in their application. So my friend needed to wait 9/10 months. Where did you do your medical. Dr.Wahab was good. If he finds anything complicated, before sending the report to CIC he inform the applicant.