+1(514) 937-9445 or Toll-free (Canada & US) +1 (888) 947-9445
sarkes01 said:
Bhijan this change is showing today. I don't know what happened?
ব্যাটারা, সারা সপ্তাহ নাকে সরিষার তেল দিয়ে ঘুমায় আর উইকেন্ডে অটমেটেড আপডেট করে... কুঁড়ার দল...।
 
Finland said:
Hi all

Today I have got a very strange update in ECAS

After decision made on 1sep I clicked on the status of decision made today and I got the the 7 th line which is

They have sent me a corespondent today 5/9 and I have to provide the required .

As Iam aware that after decision made should recive a request for passports ?


Any one got the same update on ECAS .

Also please advise what kind of new request that they can request after decision made

ফিনল্যান্ড ভাই, চিন্তা কইরেন না, আপনার পিপিআর এর মেইল, ২-৩ দিনের মধ্যই চলে আসবে, ইনশাল্লাহ... লাস্ট লাইন অই করস্পন্ডিংটাই ইন্ডিকেট করতেছে...

বাইদাওয়ে, আপনার টাইম্লাইনটা কি?
 
dream4canada2015 said:
ব্যাটারা, সারা সপ্তাহ নাকে সরিষার তেল দিয়ে ঘুমায় আর উইকেন্ডে অটমেটেড আপডেট করে... কুঁড়ার দল...।

ভাই কুড়‌ার দল মা‌নে টা কি বু‌ঝি‌য়ে বল‌বেন? :P
 
sarkes01 said:
Hello dear friends..My ecas is showing FOUR lines. earlier (26 Aug)there were only two lines. Fourth line is mentioning that " We transferred your application to the Singapor Office on December 14,2014. The Singapor office may contact you." Which is my AOR time.
My questions are

1) why they are updating this foth line at this stage They are updating at this stage so that you can not blame that they are sleeping :P
2) After Forth line what they showing?? After 4LU, u r supposed to get MR, but when only God knows. So sit tight & hold right.
3) Is that mean my file in SGVO hand. Most probably in Singapore. But it may be in Manila also
Finally is it any positive change?? - Positive in terms of "file moving". Reality only God knows

Cheers
Sarkes01
 
Bright.Angel said:
This thread is only for Bangladeshi applicants. Why are u here bro ? Could pls leave this room ?

শালার পুরান পাগ‌লে ভাত পায়না, নতুন পাগ‌লের অামদা‌নি ! ব্যাটা বাংলা ব‌ু‌ঝে না, তাই গা‌লিও বোঝার কথা না :P :P

ভাই আপনারা পারেনও.....!! আপনাদের এমন হাসি-তামাশা আমাদের গ্রুপকে মাতিয়ে রাখে।।
 
Human Harun said:
ভাই আপনারা পারেনও.....!! আপনাদের এমন হাসি-তামাশা আমাদের গ্রুপকে মাতিয়ে রাখে।।

হারুন ভাইরে... হাসি তামশার আড়ালে যে কত হতাশা আর দুঃখ আছে তা বুঝাইতে যদি পারতাম...!!
গেল সপ্তাহে ঘুরতে গেসিলাম, অসাবধান ছিলাম মানলাম... কিন্তু কালকে যখন ফার্মেসী থেকে "পিউলি" ট্যাবলেট কিনলাম তখন মনে হল এটা কিনলাম শুধুমাত্র এই কানাডা আপ্লিকেশন এর জন্য, নচেৎ এর কোন প্রয়োজন ছিল না বরং প্রতিনিয়ত মা-বাবা সহ সবাই এরকম কিছু হবার জন্যই চান্স পাইলেই গুতা অব্যাহত রেখেছেন। আমাদের ও আপত্তি নাই, কিন্তু শুধু এটা ভেবেই আত্মসমর্পণ- যদি মেডিকেল চলে আসে, যদি এর জন্য আবার দেরি হয়ে যায়... সময় তো আর ফুরিয়ে গেলনা- নিজেই সান্ত্বনা খুঁজে ফিরি। :(

মনে বরই কষ্টরে ভাই...
 
dream4canada2015 said:
হারুন ভাইরে... হাসি তামশার আড়ালে যে কত হতাশা আর দুঃখ আছে তা বুঝাইতে যদি পারতাম...!!
গেল সপ্তাহে ঘুরতে গেসিলাম, অসাবধান ছিলাম মানলাম... কিন্তু কালকে যখন ফার্মেসী থেকে "পিউলি" ট্যাবলেট কিনলাম তখন মনে হল এটা কিনলাম শুধুমাত্র এই কানাডা আপ্লিকেশন এর জন্য, নচেৎ এর কোন প্রয়োজন ছিল না বরং প্রতিনিয়ত মা-বাবা সহ সবাই এরকম কিছু হবার জন্যই চান্স পাইলেই গুতা অব্যাহত রেখেছেন। আমাদের ও আপত্তি নাই, কিন্তু শুধু এটা ভেবেই আত্মসমর্পণ- যদি মেডিকেল চলে আসে, যদি এর জন্য আবার দেরি হয়ে যায়... সময় তো আর ফুরিয়ে গেলনা- নিজেই সান্ত্বনা খুঁজে ফিরি। :(

মনে বরই কষ্টরে ভাই...

আমারটা আর কি বলবরে ভাই- তয় মনডা যদি একবার খুইল্লা দেখাতে পারতাম ----- শুধু দাগ আর দাগ... আর সব SGVO থেকে পাওয়া।। আপনার মত ট্যাবলেট আমারেও কিনতে হয় কিন্তু তার জন্য বাড়তি পাওয়া হিসাবে আপনার ভাবীর খোঁচাতো আছেই। বৃদ্ধা মা চায় দাদী হতে.. কিন্তু আমিতো আজ MR আসবে না হয় কাল MR আসবে বলে বলেই ঘুরাচ্ছি। বিয়ে করলাম ৫ বছর সংসার গোছানোর পর কানাডার ভূত মাথায় চাপলো এখন দেখি এর জন্য Paid করা লাগছে অনেক বেশী। SGVO কে যদি এটা বুঝাতে পারতাম......। এসব চিন্তা করলেই মনটা অনেক খারাপ হয়ে যায় ভাই।।
 
Human Harun said:
আমারটা আর কি বলবরে ভাই- তয় মনডা যদি একবার খুইল্লা দেখাতে পারতাম ----- শুধু দাগ আর দাগ... আর সব SGVO থেকে পাওয়া।। আপনার মত ট্যাবলেট আমারেও কিনতে হয় কিন্তু তার জন্য বাড়তি পাওয়া হিসাবে আপনার ভাবীর খোঁচাতো আছেই। বৃদ্ধা মা চায় দাদী হতে.. কিন্তু আমিতো আজ MR আসবে না হয় কাল MR আসবে বলে বলেই ঘুরাচ্ছি। বিয়ে করলাম ৫ বছর সংসার গোছানোর পর কানাডার ভূত মাথায় চাপলো এখন দেখি এর জন্য Paid করা লাগছে অনেক বেশী। SGVO কে যদি এটা বুঝাতে পারতাম......। এসব চিন্তা করলেই মনটা অনেক খারাপ হয়ে যায় ভাই।।

আমরা সবাই একিই নৌকার যাত্রী...

বেতন যেটা এতদিন পেতাম... ভালই চলছিল। ইদানিং আর চলছে না...
খরচ বেশি রোজগার কম... মাসে মাসে ক্রেডিট কার্ড ইন্টারেস্ট বেড়েই চলছে...
টাকা কিছু ব্যাঙ্কে আছে, কিন্তু হাত দেয়া যাবে না, অটাও কানাডার জন্য অক্ষত রাখতে হচ্ছে...

বাবা মা, ভাই বোন, স্ত্রী আর ছোট একটা বাচ্চা দেখে যত সুন্দর লাগছে, এ সুন্দরটা ধরে রাখতে গিয়ে আমি টায়ার্ড হয়ে যাচ্ছি...

অনিশ্চয়তা - অনিশ্চয়তা - আর অনিশ্চয়তা - বৃত্তটা দিন দিন বড়ই হয়ে চলছে...।
এর থেকে অনেক ভালো করতাম যদি মাস্টার্স করতে নিউজিল্যান্ড চলে যেতাম, এতদিনে পাশ করে ওখানে হয়ত পিআর পেয়ে যেতাম।

আবার সেই অনিশ্চয়তার বৃত্ত...
 
Human Harun said:
আমারটা আর কি বলবরে ভাই- তয় মনডা যদি একবার খুইল্লা দেখাতে পারতাম ----- শুধু দাগ আর দাগ... আর সব SGVO থেকে পাওয়া।। আপনার মত ট্যাবলেট আমারেও কিনতে হয় কিন্তু তার জন্য বাড়তি পাওয়া হিসাবে আপনার ভাবীর খোঁচাতো আছেই। বৃদ্ধা মা চায় দাদী হতে.. কিন্তু আমিতো আজ MR আসবে না হয় কাল MR আসবে বলে বলেই ঘুরাচ্ছি। বিয়ে করলাম ৫ বছর সংসার গোছানোর পর কানাডার ভূত মাথায় চাপলো এখন দেখি এর জন্য Paid করা লাগছে অনেক বেশী। SGVO কে যদি এটা বুঝাতে পারতাম......। এসব চিন্তা করলেই মনটা অনেক খারাপ হয়ে যায় ভাই।।

Dear Mates,

একটা আকুল আবেদন। আসেন ভাই আমরা SGVO কে একটু সহায়তা করি। আমরা CGMS, CSE, etc দিয়ে দিয়ে তাদেরকে এতো ব্যাস্ত রাখতেছি যে তাঁরা আর আমাদের মেডিক্যাল কল ই দিতে পারতেছেনা। আসুন আমরা তাদেরকে একটু কম চাপে রাখি, তাঁরা আবার চাপ নিতে পারেনা!

এইবার বলি আমার দুঃখের কথা। বিয়ে করছি ৪ বছর, বাবা হবার প্ল্যানিং ই করতে পারতেছিনা ওই কবে ডাক আসবে এই আশায়। আমার নানি তার নাতীর ঘরের পূতি দেখবো এই আশায় বসে আছে, বাকিদের কথা বাদই দিলাম। চারদিক থেকে আত্মীয় স্বজন এর কৌতূহলী প্রশ্নে আমার বউ আর না পেরে এখন শুধু আমাকে দেখিয়ে দেয়। আর বলবটা কি, আমার বাসার বুয়া পর্যন্ত নাকি ওইদিন জিজ্ঞেস করতেছে সমস্যাটা কার, বাচ্চা হয়না কেন!!! :-[ তাকেতো আর বুঝানো যাবেনা CIC, PR এইসব কি জিনিস!!! :'(

কয়দিন পর সবকিছু রেখে কানাডা চলে যাবো, তাই বাসায় আর এখন কিছু কিনিও না! যখনি বউ বাসার জন্য কিছু কিনতে চায়, আমি শুধু বলি এইতো আর কয়টা দিন। এখন কিনবা আর শুধু শুধু নষ্ট হবে। কয়দিক সাম্লামু ভাইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইই :'(
 
dream4canada2015 said:
হারুন ভাইরে... হাসি তামশার আড়ালে যে কত হতাশা আর দুঃখ আছে তা বুঝাইতে যদি পারতাম...!!
গেল সপ্তাহে ঘুরতে গেসিলাম, অসাবধান ছিলাম মানলাম... কিন্তু কালকে যখন ফার্মেসী থেকে "পিউলি" ট্যাবলেট কিনলাম তখন মনে হল এটা কিনলাম শুধুমাত্র এই কানাডা আপ্লিকেশন এর জন্য, নচেৎ এর কোন প্রয়োজন ছিল না বরং প্রতিনিয়ত মা-বাবা সহ সবাই এরকম কিছু হবার জন্যই চান্স পাইলেই গুতা অব্যাহত রেখেছেন। আমাদের ও আপত্তি নাই, কিন্তু শুধু এটা ভেবেই আত্মসমর্পণ- যদি মেডিকেল চলে আসে, যদি এর জন্য আবার দেরি হয়ে যায়... সময় তো আর ফুরিয়ে গেলনা- নিজেই সান্ত্বনা খুঁজে ফিরি। :(

মনে বরই কষ্টরে ভাই...

I thought I am the only person who is dealing this kind of situation. But here I am seeing there are lots of ill fate like me. Continuous pressure from guardians, the most crucial part is some are commenting that me and my wife should go to doctor.

So sympathy for the applicants like me.

Alls well that ends well.
 

Thanks bhi for your valuable words. We are waiting for SGVO Wake Up
 
They wanted Up to date consult about my son on May 21, 2015. I submitted through Panel Physician on June 6. Yesterday My consultant received mail from India Visa office stating that they haven't received the update :( gave 30 days time to do the needful.

went to Wahab's clinic in the morning. found all ok. then why India visa office sent the mail?
is it because my consultant did not reply to the mail of May 21 asking for the update?
 
The 2015 Canadian federal election (formally the 42nd Canadian general election) will be held on October 19, 2015.

Hopefully it won't be a cause of delay anymore.