rumel
Champion Member
- Jan 5, 2013
- 1,315
- 85
- Category........
- Visa Office......
- Singapore
- NOC Code......
- 2173(Software Engr)
- Job Offer........
- Pre-Assessed..
- App. Filed.......
- 25-06-2014
- Doc's Request.
- 04-03-2015 Doc Received : 25-03-2015
- Nomination.....
- 22-10-2014
- AOR Received.
- 01-12-2014
- File Transfer...
- . Second Line : 06-08-2015
- Med's Request
- 28-09-2015
- Med's Done....
- 03-10-2015 Med Received : 14-10-2015
- Passport Req..
- 06-11-2015 Passport Sent.: 08-11-2015
- VISA ISSUED...
- 16-11-2015 Passport Received: 06-12-2015
- LANDED..........
- 10-03-2016
Polash007 said:রুমেল ভাই,
কষ্ট নিয়েন না ভাই। অামি এই ফোরামে অাসছি বেশিদিন হয়নি। যতটুকু শিখেছি তা অাপনাদের কাছ থেকেই। যেহেতু এই লাইনে অামার knowledge খুবই কম, তাই জুবায়ের ভাইয়ের দারস্থ হয়েছিলাম। He is a very nice & sincere guy and helped me to understand somany things. Hats off to him.
অাশা করি তা ধীরে ধীরে ফোরামে শেয়ার করতে পারবো।
রুমেল ভাই, একটা প্রশ্ন ছিল। ভিসা হবার অাগে সবাই এই ফোরামে যেমন এক সুতায় বাধা অাছে, তেমনি ভিসা পাবার পরে বা Fly করার পরে বা Canada Land করার পরে সবাইকে একইভাবে বেধে রাখা যায়না ? নাকি ফোরামের উদ্যোক্তা সোহেল ভাই সেই ব্যবস্থাও করেছে যা অামার জানা নাই? After Visa কোন ফোরাম অাছে নাকি ভাই? জানা থাকলে কেউ অাওয়াজ দিয়েন।
আরে না ভাই আমি কোন কষ্ট নিইনি।।

জুবায়ের ভাইকে ধন্যবাদ, অন্তত আপনাকে কিছুটা শান্ত করতে পেরেছেন।।

@ জুবায়ের ভাই, আমাদেরও শান্ত করেন


আমি যতটুকু জানি, facebook এ একটা সিক্রেট গ্রুপ আছে, যদিও আমি মেম্বার না। ওটা শুধু মেডিকেল আর ভিসা যারা পেয়েছে তাদের জন্য।। অবশ্য যাদের খুব ইচ্ছে তারা চাইলেই এটাতে যুক্ত হতে পারেন।। তবে সেক্ষেত্রে ওই গ্রুপে আছে এরকম একজন মেম্বার আপনাকে অ্যাড করতে হবে।। এই ফোরামে আছে এরকম অনেকেই ওই গ্রুপ এর মেম্বার।। তাদের সুদৃষ্টি আপনি চাইতে পারেন।।

মেডিকেল রিকুয়েস্ট পাওয়ার পর ওই গ্রুপ এর মেম্বার হওয়ার ইচ্ছা আছে।।