দাদারা, আপনাদের উপদেশ সব সময় সবার কাজে লাগে, কিন্তু এরকম না যে আমার লেখা কারো উপকারে আসেনা, আমি তো সব কিছু জানি না এবং যারা এখানে অনেক বেশি জানে আর যারা অনেক পুরনো সদস্য তাদের লেখার মধ্যে আমি কখনো উত্তর দেয়ার চেষ্টা করিনা কারণ তারা আমার থেকে বেশি জানে।
আমি যখন দেখি যে একজন নতুন সদস্য প্রশ্ন করে আর উত্তর আসেনা তখন আমি চেষ্টা করি তাকে তার প্রশ্নের উত্তর দিতে। তখন যদি কারো মনে হয় যে সেটা ঠিক না তাহলে ঠিক উত্তরটা পোস্ট করা উচিত পুরনো সদস্য থেকে আর তাতে সবার উপকার হয়।
আর মাঝে মধ্যে কিছু সাধারণ খবর পোস্ট করি যাতে সবারই পড়তে ভালো লাগে যখন দেখি সবাই দুশ্চিন্তায় মগ্ন।
যাইহোক ক্ষমার চোখে দেখবেন যদি কোনো ভুল তথ্য দিয়ে কাউকে বিপদে ফেলে দিয়েছি।
কারো মনে কোনো কষ্ট দিতে চাইনা।
দোয়া করি আল্লাহ আপনার মঙ্গল করুক।
আশা করি ভালো থাকবেন।