scorpio939 said:
What clothes should be taken to Canada? Can anyone share any lists ?
Whats the best place to shop for dresses for guys ?
'চিকন দামে মোটা কাপড়' কই পাওয়া যাবে ? বারিধারার অনন্যা মার্কেট ? বঙ্গবাজারের পাশে ক্যালিফোর্নিয়া মার্কেট ?
Cloth and shoes:
- বেশি করে মোজা [সুতি ও উলের] ও under garments [বিশেষ করে মহিলাদের] নিয়ে আসবেন...এগুলো এখানে ১টু দামি
- হাফ হাতা বা ফুল হাতা শার্ট এর থেকে হাফ হাতা ফুল হাতা গেঞ্জি বেশি আনলে ভাল কারন এখানে পার্টি বা কর্পোরেট অফিস ছাড়া শার্ট খুব বেশি কেউ পরে না
- সুতি ও উলের ট্রাউজার আনতে পারেন যেটা ঘরে বাইরে সব যায়গাতে আপনার কাজে দিবে...আর যাদের অভ্যাস আছে তাদের জন্য সামারে সর্টস বা থ্রি কোয়ার্টার must...আর যাদের লুঙ্গি পরার অভ্যাস তারা সেই অভ্যাস ত্যাগ করা শুরু করে দেন
- ফরমাল প্যান্ট এর থেকে জিন্স আর গ্যভারডিন বেশি আনার চেষ্টা করবেন...এখানে ঐ পার্টি আর কর্পোরেট অফিস ছাড়া ফরমাল প্যান্ট খুব বেশি কেউ পরে না...আর শীতের সময় তো প্রশ্নই উঠে না
- শীতের জন্য উলের বা মোটা ইনার অত্যাবশ্যক
- অনেকে ভাবছেন বঙ্গ বাজার থেকে মোটা শীতের কাপর আনবেন...ভুলে যান......কোন কাজে আসবে না...মোটা শীতের কাপড় আপনাকে এখান থেকেই কিনতে হবে...ঢাকায় যেগুলোকে আমরা শীতের কাপড় বলি সেগুলোকে এখানে বসন্তের কাপড় বলে......বুঝতেই পারছেন অবস্থা
- ব্লেজার/সুট/কোট খুব বেশি আনার প্রয়োজন নাই...কারন আগে ২বার বলেছি...এছাড়াও fashion -এর একটা ব্যপারতো আছেই...এই সকল ফরমাল জিনিস ২/৩ জোড়াই অনেক বেশি
- অনেকেই পাঞ্জাবি আনার কথা চিন্তা করছেন...আন্তে পারেন...কিন্ত বিশ্বাস করেন ভাই, ২ ঈদ আর সামারে কোন ফ্যামিলি পার্টি ছাড়া পাঞ্জাবি পরবেন না...সেই হিসেবেই আনবেন
- মাংকি ক্যাপ/ডাকাত ক্যাপ/মাফ্লার/হাত মোজা এগুলো আনতে ভুলবেন না
- ফরমাল জুতা, কেডস এর পাশাপাশি মোটা ভারি জুতা আনতে পারলে খুব ভালো হয়...শীতে কাজে দিবে......সেই সাথে ঘরে পরার স্লিপার
- ভাবি এবং আপুরা...জিন্স, শার্ট, টি-শার্ট পরার অভ্যাস শুরু করে দিন...পার্টি ছাড়া সালোয়ার-কামিজ, শাড়ি পরার সুযোগ খুব বেশি পাবেন না......শীতের সময় ত প্রশ্নই উঠে না......সেই সাথে জুতা ও কেডস পরারও অভ্যাস করতে পারেন