scorpio939 said:
ইদ্রিস ভাই,
ধন্যবাদ বিস্তারিত শেয়ার করার জন্য। সুন্দর করে লিখেছেন, ভালো লাগলো।
১। আপনি সম্ভবত ফ্যাশন ডিজাইনিং এর সাথে জড়িত ছিলেন (alibuft নিক দেখে আন্দাজ করলাম ! ) পোশাক সংক্রান্ত 'বিশেষজ্ঞ পরামর্শ' দেবেন সবাইকে আশা করছি, একফাকে, অনুরোধ রইল। কানাডার জন্য পোশাক কিনবো " কি, কোথা থেকে, কেমন, কিভাবে" ইত্যাদি...।
২। "পড়াশুনা করছি সরকারি টাকায়" একটু বুঝিয়ে বলবেন? বৃত্তি নাকি স্টুডেন্ট লোন ?
ধন্যবাদ
আসসালামু আলাইকুম।
আসলে আমি পোশাকের এক্সপার্ট নই। তবে বিইউএফটি তে জব করছি (বর্তমানে শিক্ষা ছুটিতে)। আমি আসলে ব্যবসায় শিক্ষার সাথে জড়িত। আমি বেশিরভাগ পোশাক কিনেছিলাম আমার মামার (স্টকলটের ব্যবসা) সহযোগিতায়। উনি আমাকে নিয়েগিয়েছিলেন বঙ্গবাজারে উনার পরিচিতি দোকানে। আমাদের অনেকের ধারণা কানাডায় গিয়ে উন্নতমানের পোশাক কিনব। আসলে প্রাইস ট্যাগ উল্টালেই দেখবেন মেইড ইন বাংলাদেশ। অথচ দাম বাংলাদেশের চেয়ে ১৫-২০গুন।
১. কি কিনবেন: জ্যাকেট (লম্বা), ইনার (পাতলা সোয়েটার যা একদম শরীরের সাথে লেগে থাকবে, জ্যাকেটের নিচে পরার জন্য), থারমাল (জ্যাকেটের নিচে অথবা জিন্সপ্যান্টের নিচে পরার জন্য), উলের মোজা, গ্লাভস (পাতলা এবং মোটা), মানকি টুপি, কেডস, বাচ্চা থাকলে অবশ্যই মানকি টুপি নিতে ভুলবেন না। যদি সম্ভব হয় ২ সেট করে নিবেন। আর বেশি নিতে পারলে আরও ভাল, বিশেষ করে বাচ্চাদের।
২. পোশাক কোথায় পাবেন: বঙ্গবাজারের দোতলায় পাবেন শীতের পোশাক। আর নীচ তলায় পাবেন জিন্সের পোশাক। অবশ্যই দামদর করে নিবেন। জ্যাকেটের দাম ৮০০-১০০০ এর মধ্যে হবে। ইনার/থারমাল/মোজা/গ্লাভস/মানকি টুপি ১০০ টাকার বেশি নয়। জিন্সের প্যান্টের দাম ৩৫০-থেকে ৫০০ টাকার মধ্যে। মনে হতে পারে, এত কম দামের জিনিস কোয়ালিটি ভাল হবে তো। আসলে একটু চোখকান খোলা রেখে কিনবেন যেগুলো সরাসরি গার্মেন্টস থেকে এসেছে। আমি এত কমদামি পোশাক কানাডায় দেখেছি বাংলাদেশের চেয়ে ১৫-২০গুণ বেশি দামে সুপার শপে বিক্রি করতে।
৩. যদি ডিসেম্বর-এপ্রিল মাসে ল্যান্ড করেন তবে অবশ্যই প্লেনে উঠার সময় একসেট পোশাক সাথে রাখবেন। আর বাকিগুলো লাগেজে ভরিয়ে নিতে ভুলবেন না। সংসারের যত সামগ্রী বেশি নিয়ে আসতে পারবেন ততবেশি সুবিধা পাবেন। যেমন: হাড়িপাতিল (যেগুলোর তলা ফ্লাট), চামচ, প্লেট, প্রেশার কুকার, বদনা, মগ, দা-বটি, বেডিশীট, বালিশ, ল্যাপটপ, সফটওয়্যার, সালোয়ার কামিজ, বোরখা ইত্যাদি।
৪. এখানে আসার আগে আইইএলটিএস একাডেমিক দিয়ে আসবেন (যারা পড়াশুনা করতে চান)। ভাল স্কোর যেমন ৭+ থাকলে স্কলারশিপ পাওয়া সহজ হবে। আর জিম্যাট/জিআরই থাকে এক্সট্রা এডভানটেজ পাবেন। আমি আসলে সরকারি লোন নিচ্ছি। সর্বমোট লোন নেব ৪২,০০০ ডলার আর ফেরত দিতে হবে ১৮,০০০ ডলার। তাও আবার ফেরত দিতে হবে না, যতক্ষণ না বাৎসরিক আয় ২৫ হাজার ডলার হচ্ছে। শুনেছি সরকার নাকি উচ্চশিক্ষা ফ্রি করার চিন্তা করছে, আর সেটা পাশ হলে তো টাকা ফেরত দিতেই হবে না। ইন শা আল্লাহ।
সবাই ভাল থাকুন। কে কোথায় ল্যান্ড করবেন জানালে খুশি হব। আল্লাহ আমাদের সহায় হউন। আমীন।