কানাডায় সাংবাদিক শহিদুল ইসলাম মিন্টু পুরস্কৃত
মঙ্গলবার, ২৩ অক্টোবর ২০১২
ড. মাহফুজ পারভেজ: কানাডায় পুরস্কৃত হলেন বাংলাদেশের টিভি মিডিয়ার একসময়ের আলোচিত নির্মাতা, দেবদাস খ্যাত পরিচালক, টরেন্টো থেকে প্রকাশিত সাপ্তাহিক বেঙ্গলি টাইমস সম্পাদক শহিদুল ইসলাম মিন্টু। তিনি পেয়েছেন কানাডার মূলধারার সম্মানজনক প্রেস ও মিডিয়া কাউন্সিল এ্যাওয়ার্ড ২০১২। ন্যাশনাল এথনিক প্রেস ও মিডিয়া কাউন্সিল অব কানাডা এনইএমপিসির প্রেসিডেন্ট, মিডিয়া ব্যক্তিত্ব থমাস সারাস একটি অভিনন্দনপত্রের মাধ্যমে শহিদুল ইসলাম মিন্টুকে এই এ্যাওয়ার্ড প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী ৯ই নভেম্বর সন্ধ্যায় কানাডার অন্টারিও টরন্টোর কুইন্সপার্কের পার্লামেন্ট ভবনে রাণী দ্বিতীয় এলিজাবেথের প্রভিন্সিয়াল রিপ্রেজেন্টিভ অনারেবল লেটেন্যান্ট গর্ভনর ডেভিড সি ওনলে এই পুরস্কার শহিদুল ইসলাম মিন্টুর হাতে তুলে দেবেন। ইতিমধ্যে লেটেন্যান্ট গর্ভনরের পক্ষ থেকে শহিদুল ইসলাম মিন্টুকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। এই বছরের শুরুর দিকে জনপ্রিয় শ্রীলঙ্কান সংবাদপত্র 'সিলোন এক্স্রপ্রেস' এর সম্পাদক নিশান্তা ডনসিয়ামবালা অনলাইন ও স্থানীয় কমিউনিটি সাংবাদিকতায় অনন্য সফলতার জন্যে শহিদুল ইসলাম মিন্টুর নাম প্রস্তাব করে এনইএমপিসিতে নমিনেশন পেপার জমা দেন। ড. বিক্রম লাম্বার নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি কমিটি কয়েকদফা যাচাই বাছাইয়ের পরে তাঁর নাম চুড়ান্ত করে। কানাডিয়ান ইন্টারনেট রেজিষ্ট্রেশন অথরিটি ও ন্যাশনাল এথনিক প্রেস এন্ড মিডিয়া কাউন্সিল অব কানাডার সদস্য শহিদুল ইসলাম মিন্টু বললেন, এই প্রাপ্তি কেবল আমার নয়, বিশ্বের সকল বাংলাভাষি সংবাদকর্মীর। বিগত দিনে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত ও মুক্তচিন্তার বিকাশের সংগ্রামে যারা জীবন দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই পুরস্কারটি আমি তাদেরই উৎসর্গ করছি। এই পুরস্কার আমাকে আগামীদিনের পথচলায় আরও শক্তি আর প্রবাসী সাংবাদিকদের উৎসাহ যোগাবে।
শহিদুল ইসলাম মিন্টু কানাডার বাংলাদেশি কমিউনিটিতে জনপ্রিয় একটি মুখ। একাধারে সাংবাদিক, লেখক, নির্মাতা ও সংগঠক শহিদুল ইসলাম মিন্টু দৈনিক আজকের কাগজ, বাংলাবাজার পত্রিকা সহ বাংলাদেশের প্রথমসারির বিভিন্ন জাতীয় দৈনিক ও সাপ্তাহিকে গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। ঢাকার বিনোদন সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ কালচারাল রিপোর্টাস এসোসিয়েশন ‘বিসিআর' এর নির্বাচিত সভাপতির দায়িত্ব পালন করেছেন একটানা চারবছর। বাংলাদেশের প্রথম বেটাফরমেটের ফিল্ম ‘দেবদাস' সহ অসংখ্য আলোচিত টিভি নাটক ও টেলিফিল্ম নির্মাণ করেছেন তিনি। কাজের স্বীকৃতিস্বরুপ পেয়েছেন বাচসাস পুরস্কার, শেরে বাংলা স্বর্ণপদক, বিসিআরএ এ্যাওয়ার্ড, ট্রাব এ্যাওয়ার্ড, ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর পুরস্কার, চলচ্চিত্র দর্শক ফোরাম এ্যাওয়ার্ড সহ অসংখ্য পুরস্কার। লিখেছেন বেশ কিছু গ্রন্থ। এর মধ্যে একাত্তর, মুক্তিযুদ্ধ প্রতিদিন ব্যাপক আলোচিত। ২০০৫ সালে সপরিবারে কানাডায় অভিবাসী হবার পর শহিদুল ইসলাম মিন্টু টরন্টো ফিল্ম স্কুল থেকে ডিজিটাল ফিল্মমেকিং এর উপর ডিপ্লোমা করেন। ২০০৮ সালে ডকুমেন্টারি ফিল্ম মেকিং কোর্স করেন কানাডিয়ান স্ক্রিন ট্রেনিং সেন্টার সিএসটি থেকে। ২০০৯ সালে টরন্টোর সেনেকা কলেজের প্রফেশনাল ডেভেলপমেন্ট এন্ড ট্রেনিং ইন জার্নালিজম কোর্স করেন। ২০০৮ সালের ১লা জুলাই প্রকাশ করেন নতুন ধারার অনলাইন বাংলা সাপ্তাহিক ‘বেঙ্গলি টাইমস', যা 'দ্য বেঙ্গলি টাইমস ডটকম' নামে সর্বাধিক পরিচিত। মাত্র চার বছরের মাথায় 'দ্য বেঙ্গলি টাইমস ডটকম' এখন প্রবাসের সর্বাধিক পঠিত অনলাইন বাংলা পত্রিকা। কানাডায় বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রাজুয়েটদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরামের সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করছেন শহিদুল ইসলাম মিন্টু গত দুই বছর ধরে।
http://www.mzamin.com/details.php?nid=Mjc4OTM%3D&ty=MA%3D%3D&s=MzY%3D&c=MQ%3D%3D