খু-ব-ই দুশ্চিন্তায় দিন কাটাচ্ছি, বিশেষ করে ফয়সাল ভাই এর ঘটনার পর থেকে...
আমার ফাইলটিও কনসালটেন্ট দিয়ে প্রসেস করানো (প্রতিষ্ঠানের নাম না হয় নাই বললাম), যদিও কনসালটেন্টকে অথরাইজড দেখানো হয়নি কিন্তু আমার যোগাযোগের ঠিকানা দেয়া কনসালটেন্ট ফার্মের ঠিকানায়। তবে, ইমেইল অ্যাড্রেস আমারটাই ব্যবহার করা...